Homeখবরদেশচিকিৎসা, জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশিকে ভিসা নয়, জানাল ভারত

চিকিৎসা, জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশিকে ভিসা নয়, জানাল ভারত

প্রকাশিত

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। গত ২৬ আগস্ট ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্রের সামনে প্রচুর মানুষ জমায়েত হয়ে বিক্ষোভ দেখান, ভিসা না পাওয়ার প্রতিবাদে স্লোগান তোলেন—‘এক দফা, এক দাবি, ভিসা চাই, ভিসা চাই’। এর পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, আপাতত শুধুমাত্র চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান করা হবে।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, “বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। তাই আপাতত চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসা প্রদান ফের চালু হবে।”

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার সময় ভারতীয় দূতাবাস এবং ভিসা কেন্দ্রগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল এবং কিছু কর্মীকে ভারতে ফিরিয়ে আনা হয়েছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর সেপ্টেম্বর মাস থেকে সীমিত আকারে আবার ভিসা পরিষেবা চালু হয়। প্রাথমিকভাবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, এবং খুলনার ভিসা কেন্দ্রগুলিতে পরিষেবা শুরু হয়েছে, কিন্তু এখনও শুধুমাত্র জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য ভিসা প্রদান করা হচ্ছে।

ন’বছর পর ফের পাকিস্তানে যেতে পারেন ভারতের বিদেশমন্ত্রী

ভারতের ভিসা কেন্দ্রে বর্তমানে শুধুমাত্র সেসব বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন গ্রহণ করা হচ্ছে যাঁদের জরুরি প্রয়োজন বা চিকিৎসার জন্য ভারতে আসার দরকার রয়েছে। অন্য ভিসা আবেদনগুলি আপাতত স্থগিত রাখা হয়েছে। বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার পূর্ণ মাত্রায় কাজ শুরু হবে বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস।

বাংলাদেশে এখনও রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায়, ভারত সরকারের পক্ষ থেকে ভিসা প্রদানের বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এদিকে, নতুন অন্তর্বর্তী সরকার মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের চেষ্টা করছে।

বর্তমানে সীমিত আকারে চালু করা এই পরিষেবা কবে সম্পূর্ণ পুনরায় শুরু হবে, তা নির্ভর করছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতার উপর। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেবলমাত্র চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হবে। ভবিষ্যতে পরিস্থিতি ঠিক হলে পূর্ণ মাত্রায় ভিসা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে, বাংলাদেশের বহু নাগরিক যাঁরা ব্যবসা, শিক্ষা বা অন্যান্য কারণে ভারতে আসতে চান, তাঁরা সমস্যায় পড়েছেন। তাঁরা আশা করছেন, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ভিসা প্রদান আগের মতো সহজ হবে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আরও পড়ুন

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...