Homeখেলাধুলোক্রিকেটমহিলা টি২০ বিশ্বকাপ: অরুন্ধতী-শ্রেয়াঙ্কার বলে আর শেফালি-হরমনপ্রীতের ব্যাটে পাকিস্তানের বাধা টপকাল ভারত...

মহিলা টি২০ বিশ্বকাপ: অরুন্ধতী-শ্রেয়াঙ্কার বলে আর শেফালি-হরমনপ্রীতের ব্যাটে পাকিস্তানের বাধা টপকাল ভারত      

প্রকাশিত

পাকিস্তান: ১০৫-৮ (নিদা দর ২৮, অরুন্ধতী রেড্ডি ৩-১৯, শ্রেয়াঙ্কা পাটিল ২-১২)

ভারত: ১০৮-৪ (১৮.৫ ওভারে) (শেফালি বর্মা ৩২, হরমনপ্রীত কৌর ২৯ অবসৃত, ফতিমা সানা ২৩-২)   

দুবাই: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে মহিলা টি২০ বিশ্বকাপে ভারতের নেট রানরেট ছিল –২.৯০। এবারের বিশ্বকাপে লড়াইয়ে থাকতে হলে এবং পয়েন্টস টেবিলে এগিয়ে যেতে হলে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের দরকার ছিল। শুধু তা-ই নয়, বিরাট ব্যবধানে জয়ের দরকার ছিল। জয় এল ভারতের। তবে খুব যে বিরাট ব্যবধানে, তা নয়।

এদিন ৭ বল বাকি থাকতে ভারত জয় পেল ৬ উইকেটে। এর জন্য মূল কৃতিত্ব অরুন্ধতী রেড্ডি আর শ্রেয়াঙ্কা পাটিলের। তাঁরা তাঁদের বোলিংয়ের জোরে পাকিস্তানকে ১০৫ রানে বেঁধে রাখতে সমর্থ হন। তারপর ব্যাট করতে নেমে ভারত জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় অন্যতম ওপেনার শেফালি বর্মা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের ব্যাটিংয়ের দৌলতে। ১৯ রানে ৩ উইকেট দখল করে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন অরুন্ধতী রেড্ডি।

পাকিস্তান গুটিয়ে গেল ১০৫ রানে

রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ ‘এ’-র ম্যাচে টসে জিতে ব্যাট নেয় পাকিস্তান। প্রথম ওভারের শেষ বলে রেণুকা সিং বোল্ড করেন গুল ফিরোজাকে (০ রান)। এরপর মুনিবা আলি এবং সিদ্রা আমিন দলের পতন কিছুটা রোধ করার চেষ্টা করেন। দলের ২৫ রানে দীপ্তি শর্মার বলে বোল্ড হয়ে ফিরে যান আমিন। এরপর থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। উইকেটগুলো ভাগাভাগি করে নেন অরুন্ধতী আর শ্রেয়াঙ্কা। এরই মধ্যে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মুনিবা (২৬ বলে ১৭ রান) এবং নিদা দর।

হরমনপ্রীত আহত। ছবি T20 World Cup ‘X’ থেকে নেওয়া।

৭১ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর ভারতের আক্রমণ আবার কিছুটা ঠেকানোর চেষ্টা করে পাকিস্তান। সায়েদা আরুব শাহকে সঙ্গী করে নিদা দর অষ্টম উইকেটের জুটিতে ২৮ রান যোগ করেন। ৩৪ বলে ২৮ রান করে নিদা অরুন্ধতীর বলে বোল্ড হন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান পৌঁছোয় ১০৫ রানে। ১৭ বলে ১৪ রান করে সায়েদা নট আউট থাকেন।

বেশ মারকুটে ছিলেন শেফালি, হরমনপ্রীত

জয়ের জন্য ১০৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ভারতের অন্যতম ওপেনার স্মৃতি মন্ধানা দলের ১৮ রানে আউট হয়ে যান। এবারের বিশ্বকাপে কিন্তু স্মৃতির কাছ থেকে প্রত্যাশিত খেলাটা পাওয়া যাচ্ছে না। নিজেকে গুটিয়েও রাখছেন। ১৬ বলে ৭ রান করে সাদিয়া ইকবালের বলে তুবা হাসানকে ক্যাচ দিয়ে ফিরে যান স্মৃতি। এরপরে দলের হাল ধরেন শেফালি বর্মা এবং জেমিমা রডরিগুয়েজ। দ্বিতীয় উইকেটে তাঁরা যোগ করেন ৪৩ রান। দলের ৬১ রানে ফিরে যান শেফালি। বেশ মারকুটে ছিলেন তিনি। ৩৫ বলে ৩২ রান করে ওমাইমা সোহেলের বলে আলিয়া রিয়াজকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান শেফালি।

এরপর কিছুটা জেমিমা এবং বাকিটা অধিনায়ক হরমনপ্রীতের ব্যাটিংয়ের জোরে ভারত জয়ে পৌঁছোয়। ২৮ বলে ২৩ রান করে জেমিমা যখন আউট হন জয় তখনও ২৬ রান দূরে। জেমিমা আউট হওয়ার পর নামেন রিচা ঘোষ। কিন্তু রিচা একটি বলও খেলতে না পেরে আউট হয়ে যান। জেমিমা আর রিচাকে তুলে নেন ফতিমা সানা। বাকি কাজটা দীপ্তি শর্মাকে সঙ্গে নিয়ে সমাধা করেন হরমনপ্রীত। বেশ বিধ্বংসী মেজাজে খেলছিলেন হরমনপ্রীত। ২৪ বলে ২৯ রান করে নিদা দরের বলে হরমনপ্রীত আহত হয়ে যখন প্যাভিলিয়নে ফিরে যান তখন ভারতের জয় আর মাত্র ২ রান দূরে। হরমনপ্রীতের জায়গায় নামেন সজীবন সজানা। নিদার পরের বল সীমানার বাইরে পাঠিয়ে ভারতকে জিতিয়ে দেন সজানা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘চারদিকে শুধু রক্ত!’ লন্ডনগামী ট্রেনে ছুরি নিয়ে হামলা! ১০ জন আহত, ২ অভিযুক্ত গ্রেফতার

লন্ডনগামী ট্রেনে চলন্ত অবস্থায় ছুরিকাঘাতে আতঙ্ক! ১০ জন আহত, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

বাংলাদেশি সন্দেহে কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে মারধর! বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের নদিয়ায়

বাংলাদেশি সন্দেহে নদিয়ার এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। জখম কৃষক রফিকুল মোল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন, ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে চাপড়া সীমান্তে।

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

আরও পড়ুন

বিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না: হরমনপ্রীত কৌর

খবর অনলাইন ডেস্ক: দু’দিন আগেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...