Homeরাজ্যশিলিগুড়ি'হাজিরা খাতায় সই করবো না, কাজ চালিয়ে যাবো', গণ ইস্তফা দিয়ে বলছেন...

‘হাজিরা খাতায় সই করবো না, কাজ চালিয়ে যাবো’, গণ ইস্তফা দিয়ে বলছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিনিয়র ডাক্তাররা

প্রকাশিত

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে জুনিয়র চিকিৎসকদের অনশন চলতে চলতে ৭২ ঘণ্টা অতিক্রান্ত হয়েছে। বৃষ্টির কারণে মঞ্চ বদল করে এবার আন্দোলনকারীরা অধ্যক্ষের চেম্বারের বাইরে অবস্থান শুরু করেছেন। তবে আন্দোলনের তীব্রতা এতটুকু কমেনি। এদিন সকাল থেকেই সিনিয়র চিকিৎসকদের গণ ইস্তফার খবর ছড়িয়ে পড়ে, যা নিয়ে মেডিক্যাল প্রশাসনে জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছে।

গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রীবৃন্দ এদিন আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে তাদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। তারা জানান, “আমরা মানুষ পরিচয়ে এখানে এসেছি। চিকিৎসকদের এই লড়াইতে আমরা সহমর্মিতা জানাচ্ছি।”

অন্যদিকে, গণ ইস্তফার জেরে উত্তাল হয়ে উঠেছে চিকিৎসক মহল। ইস্তফা দিয়ে সিনিয়র চিকিৎসকরা স্পষ্ট জানান, “আমরা হাজিরা খাতায় সই করবো না, কিন্তু কাজ চালিয়ে যাবো। আমরা ছাত্রদের দাবির প্রতি সমর্থন জানিয়ে ইস্তফা দিচ্ছি।”

প্যান্ডেলে লিফলেট বিলি, মূর্তি নিয়ে শহর পরিক্রমা, ষষ্ঠীর কর্মসূচি আন্দোলনকারীদের

উৎসবের সময়েও উত্তরবঙ্গের এই আন্দোলন আরও তীব্র হচ্ছে। কলকাতাতেও জুনিয়র চিকিৎসকদের অনশন চলছে ধর্মতলায়, যেখানে প্রতিদিন বিভিন্ন নাগরিক মহল তাদের সমর্থন জানাচ্ছে। এর আগে, আরজি কর মেডিক্যাল কলেজের ৫০ জন চিকিৎসক গণ ইস্তফা দেন, যা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।

উত্তরবঙ্গের চিকিৎসকরাও কলকাতার আন্দোলনের তেজে অনুপ্রাণিত হচ্ছেন। বর্তমানে গোটা রাজ্যের নজর রয়েছে সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। চিকিৎসকদের এই আন্দোলন কোন পথে গড়াবে এবং সরকার কীভাবে এর সমাধান করবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘চারদিকে শুধু রক্ত!’ লন্ডনগামী ট্রেনে ছুরি নিয়ে হামলা! ১০ জন আহত, ২ অভিযুক্ত গ্রেফতার

লন্ডনগামী ট্রেনে চলন্ত অবস্থায় ছুরিকাঘাতে আতঙ্ক! ১০ জন আহত, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

বাংলাদেশি সন্দেহে কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে মারধর! বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের নদিয়ায়

বাংলাদেশি সন্দেহে নদিয়ার এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। জখম কৃষক রফিকুল মোল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন, ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে চাপড়া সীমান্তে।

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

আরও পড়ুন

ধসে বিপর্যস্ত! মেরামতির জন্য বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ-সিকিম সড়ক, কত দিন জেনে নিন

দার্জিলিং ও কালিম্পংয়ে ভয়াবহ ধসের জেরে ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত। ১৩ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সেবক থেকে রংপো পর্যন্ত রাস্তায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা। বিকল্প পথে পর্যটকদের যাতায়াতের ব্যবস্থা করছে প্রশাসন।

পাহাড়ে ঘন ঘন ভূমিধস: নেপথ্যে কি উন্নয়নের চাপ ও নিয়ন্ত্রণহীন পর্যটন! কী বলছেন বিশেষজ্ঞরা?

দার্জিলিং ও কালিম্পঙে লাগাতার ধস ও বন্যার কারণ হিসেবে উঠে এল বেপরোয়া নির্মাণ, পাহাড় কেটে রাস্তা ও হোটেল তৈরি, এবং নিয়ন্ত্রণহীন পর্যটন। বিশেষজ্ঞদের মতে, এখনই পদক্ষেপ না নিলে পাহাড়ের ক্ষতি হবে স্থায়ী।

উত্তরবঙ্গে বন্যা ও অতিবৃষ্টিতে একাধিক ট্রেন বাতিল, পর্যটকদের জন্য বিশেষ বাস পরিষেবা

উত্তরবঙ্গে প্রবল বর্ষণ ও বন্যার জেরে আলিপুরদুয়ার ডিভিশনে একাধিক ট্রেন বাতিল, ঘুরপথে চালানো ও সংক্ষিপ্ত রুটে থামানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল।