Homeবিনোদনআজ ৮২ বছরে পা দিলেন অমিতাভ বচ্চন, বয়েসের সঙ্গে বেড়েছে তাঁর সম্পদের...

আজ ৮২ বছরে পা দিলেন অমিতাভ বচ্চন, বয়েসের সঙ্গে বেড়েছে তাঁর সম্পদের পরিমাণও

প্রকাশিত

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন আজ ৮২ বছরে পা দিলেন। তবে তাঁর জনপ্রিয়তা এবং সাফল্যের পাশাপাশি, তাঁর বিপুল সম্পদের পরিমাণও তাঁকে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। নির্বাচন পর্যবেক্ষক সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, অমিতাভ ও তাঁর স্ত্রী, রাজ্যসভার সংসদ সদস্য জয়া বচ্চনের সম্মিলিত মোট সম্পত্তির পরিমাণ ₹১,০০১ কোটি ছাড়িয়ে গেছে।

অমিতাভ বচ্চনের স্থাবর সম্পদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো মুম্বাইয়ের জুহুতে অবস্থিত তাঁর বাসভবন ‘প্রতীক্ষা’, যার মূল্য ₹৪০ কোটি। এছাড়াও একই এলাকায় তাঁর আরও একটি সম্পত্তি ‘জনক’ এর মূল্য ₹৫০ কোটি। এছাড়াও, পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে জুহুর কপোল হাউজিং সোসাইটিতে একটি যৌথভাবে মালিকানাধীন সম্পত্তির মূল্য ₹৪৫ কোটি।

অমিতাভ বচ্চনের অন্যান্য স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে মুম্বাইয়ের গোরেগাঁওয়ের ওবেরয় সেভেন-এ দুটি ফ্ল্যাট, যার মূল্য যথাক্রমে ₹২০ কোটি এবং ₹৯.৫ কোটি। মুম্বাইয়ের বাইরেও তাঁর স্থাবর সম্পত্তি রয়েছে। পুনে এবং পাওনাতে তিনটি কৃষিজমি, যার সম্মিলিত মূল্য ₹৩ কোটি। আন্তর্জাতিক সম্পত্তির মধ্যে, ফ্রান্সের ব্রিগনোগান প্লাজে একটি ভিলা, যার মূল্য ₹২.৮৭ কোটি।

মোট মিলিয়ে, তাঁর স্থাবর সম্পত্তির মূল্য ₹২০০ কোটি ছাড়িয়েছে। এর পাশাপাশি, তাঁর বিলাসবহুল গাড়ির সংগ্রহ, যার মূল্য ₹২০ কোটিরও বেশি। এর মধ্যে রয়েছে রোলস রয়েস ফ্যান্টম (মূল্য ₹৩ কোটি), মার্সিডিজ বেঞ্জ GL 63 AMG (মূল্য ₹২.১২ কোটি), রেঞ্জ রোভার ৪.৪D AB LWB (মূল্য ₹৩.৭৬ কোটি), এবং পোরশে কেম্যান (মূল্য ₹৬১ লাখ)।

এছাড়াও, অমিতাভ বচ্চনের মূল্যবান ধাতু, গয়না, এবং অন্যান্য ব্যক্তিগত সম্পদ তাঁর মোট সম্পদের একটি বড় অংশ জুড়ে রয়েছে। তাঁর গয়নার সংগ্রহের মূল্য ₹২৮.৯১ কোটি, সোনা এবং রূপার মজুত যথাক্রমে ₹২.০৯ কোটি এবং ₹৫.৩০ কোটি। এই সমস্ত অস্থাবর সম্পত্তির সম্মিলিত মূল্য প্রায় ₹৩৬.৩ কোটি।

অমিতাভ বচ্চনের অন্যান্য মূল্যবান সামগ্রীর মধ্যে রয়েছে পেইন্টিংস (মূল্য ₹৪.৪০ কোটি), ঘড়ির সংগ্রহ (মূল্য ₹৩.৪০ কোটি), এবং আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্রের মূল্য প্রায় ₹১০ কোটি।

শেয়ারে তাঁর বিনিয়োগের পরিমাণও প্রায় ₹৯৭ কোটি, যা তাঁর ব্যবসায়িক ক্ষমতাকে প্রতিফলিত করে।

তবে তাঁর কিছু ঋণও রয়েছে, যার মধ্যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছ থেকে নেওয়া গাড়ি ঋণের পরিমাণ ₹২.৯১ কোটি এবং হিন্দুস্তান ফিনান্সিয়াল সার্ভিসেস থেকে ₹৫ কোটি ব্যক্তিগত ঋণ, পাশাপাশি সারস্বতী ক্রিয়েশনস থেকে ₹১০.২০ কোটি ঋণ অন্তর্ভুক্ত।

সব মিলিয়ে, অমিতাভ বচ্চনের স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোট মূল্য যথাক্রমে ₹৩৩২ কোটি এবং ₹৪৭১ কোটি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর পুজো থিম ‘সখের বাজার’

শারদোৎসবে ৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর থিম ‘সখের বাজার’। স্বপ্ন ও কল্পনার জগৎকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অভিনব বাজারসদৃশ মণ্ডপ।

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।