Homeখবরদেশজিরিবামে গ্রামে জঙ্গি হামলা, নতুন করে হিংসা ছড়াল মণিপুরে

জিরিবামে গ্রামে জঙ্গি হামলা, নতুন করে হিংসা ছড়াল মণিপুরে

প্রকাশিত

শনিবার নতুন করে হিংসা ছড়িয়ে পড়েছে মণিপুরে। এ দিন ভোরের দিকে জিরিবাম জেলার একটি গ্রামে জঙ্গিদের হামলার খবর পাওয়া যায়। একজন সরকারি আধিকারিক জানান, জঙ্গিরা আধুনিক অস্ত্র ব্যবহার করে বোরোবেকরা থানার আশপাশের একটি গ্রামে ভোর ৫টা নাগাদ গুলি চালায় এবং বোমা ছোড়ে।

ওই সরকারি আধিকারিক আরও জানান, সিআরপিএফ এবং পুলিশের সদস্যরা দ্রুত পাল্টা প্রতিরোধ করে। এর পরে উভয়পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। অতিরিক্ত নিরাপত্তা বাহিনীকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এখনও পর্যন্ত গুলির লড়াইয়ে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সংঘর্ষ শুরু হতেই নিরাপত্তা বাহিনী প্রবীণ, নারী ও শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। বোরোবেকরা এলাকা জিরিবাম শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। এটি ঘন জঙ্গল এবং পাহাড়ি এলাকার মধ্যে অবস্থিত।

গত বছর মে মাসে জাতিগত হিংসার ঘটনা শুরু হওয়ার পর থেকে এই এলাকায় একাধিক হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি, মেইতেই ও কুকি সম্প্রদায়ের বিধায়কদের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার কয়েকদিন পরই এই হিংসা ছড়িয়ে পড়ে।

ইম্ফল ইস্টে দুই জঙ্গি গ্রেফতার

ইম্ফল পূর্ব জেলার পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে মণিপুরের ইম্ফল ইস্ট জেলার পুরেইরোম্বা খংনাঙখং এলাকায় দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন মুতুম ইনাও সিং এবং খোয়ারাকপাম রাজেন সিং। এঁরা নিষিদ্ধ কাংলাইপাক কমিউনিস্ট পার্টির (পিপলস ওয়ার গ্রুপ) সদস্য বলে জানা গিয়েছে।

মেইতেই-কুকি নেতাদের বৈঠক

গত ১৫ অক্টোবর, মণিপুরের মেইতেই, কুকি এবং নাগা সম্প্রদায়ের প্রায় ২০ জন বিধায়ক দিল্লিতে প্রথম বার বৈঠকে মিলিত হন। গত ১৭ মাসের জাতিগত হিংসার ঘটনা বন্ধে শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিধানসভার স্পিকার থোকচোম সত্যব্রত সিং, টংব্রাম রবিন্দ্র এবং মেইতেই পক্ষের বসন্তকুমার সিং। কুকি পক্ষের মন্ত্রী লেটপাও হাওকিপ এবং নেমচা কিপজেন ছাড়াও নাগা সম্প্রদায়ের বিধায়ক রাম মুয়িভাহ, আওয়াংবাও নিউমাই এবং এল দিখো উপস্থিত ছিলেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসএসকেএমের নতুন উডবার্ন ভবনে বহির্বিভাগে খরচ ৩৫০ টাকা, কেবিন ভাড়াও প্রকাশ করল স্বাস্থ্য দফতর

এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’-র কেবিন ভাড়া ও বহির্বিভাগের খরচ নির্ধারিত হল। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায় কেবিন, ৩৫০ টাকায় চিকিৎসা পরামর্শ।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।