Homeখবরবিদেশলক্ষ লক্ষ ডলার ও সোনা মজুত,  হিজবুল্লাহর গোপন আর্থিক বাঙ্কার উদ্ধার, দাবি...

লক্ষ লক্ষ ডলার ও সোনা মজুত,  হিজবুল্লাহর গোপন আর্থিক বাঙ্কার উদ্ধার, দাবি ইজরায়েলের

প্রকাশিত

ইজরায়েল সোমবার দাবি করেছে তারা বৈরুতের একটি হাসপাতালের নিচে হিজবুল্লাহর একটি গোপন আর্থিক কেন্দ্র উদ্ধার করেছে। ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF) জানিয়েছে, ওই বাঙ্কারে লক্ষ লক্ষ ডলার এবং সোনা মজুত ছিল, যা সংগঠনের কার্যকলাপের জন্য ব্যবহৃত হত।

এই তথ্য প্রকাশের আগে রবিবার রাতে ইজরায়েলি বিমান বাহিনী একাধিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালায়, যার মধ্যে হিজবুল্লাহর আর্থিক সম্পদও ছিল। IDF-এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি টেলিভিশন ব্রিফিংয়ে বলেন, “আজ রাতে আমি এমন একটি স্থানের তথ্য প্রকাশ করছি, যেখানে হিজবুল্লাহর বিপুল সম্পদ রয়েছে। বাঙ্কারটি বৈরুতের আল-সাহেল হাসপাতালের ঠিক নিচে রয়েছে।”

হিজবুল্লাহর আর্থিক প্রতিষ্ঠানগুলিতে আঘাত

রবিবার রাতে হিজবুল্লাহ-র সঙ্গে  প্রায় ৩০টি  জড়িত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইজরায়েলি বিমানগুলি। যার মধ্যে আল-কর্দ আল-হাসান (AQAH) নামের একটি আর্থিক প্রতিষ্ঠানও ছিল। যদিও AQAH আনুষ্ঠানিকভাবে একটি দাতব্য সংস্থা হিসাবে নিবন্ধিত, ইজরায়েল এবং আমেরিকার দাবি, এটি হিজবুল্লাহর আর্থিক নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ, যা সংগঠনকে সামরিক উদ্দেশ্যে নগদ অর্থ এবং সোনা সরবরাহ করত।

ইজরায়েলি অভিযানের পরিপ্রেক্ষিত

IDF-এর দাবি অনুযায়ী, হিজবুল্লাহর তহবিল ব্যবস্থাপনার বিরুদ্ধে ইজরায়েলের সাম্প্রতিক অভিযান একটি বৃহৎ প্রচেষ্টা। IDF চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি জানিয়েছেন, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে লেবাননে হিজবুল্লাহর প্রতিষ্ঠানগুলিতে ৩০০টিরও বেশি আক্রমণ চালানো হয়েছে।

আল-কর্দ আল-হাসান প্রতিষ্ঠানের ১৯৮০-এর দশক থেকে লেবাননে কার্যক্রম চলছে এবং এটি লেবাননের নাগরিকদের স্বর্ণের বিনিময়ে ঋণ প্রদান করে। তবে, মার্কিন ও ইজরায়েলি কর্মকর্তাদের মতে, এই সংস্থা হিজবুল্লাহর আয় লুকিয়ে তার কার্যক্রম চালানোর মাধ্যম হিসাবে ব্যবহৃত হচ্ছে। IDF-এর মুখপাত্র হাগারি জানান, হিজবুল্লাহর মূল দুই আয় উৎস হল লেবাননের সাধারণ মানুষ এবং ইরানি শাসকগোষ্ঠী। ইরানের তেল বিক্রির মাধ্যমে সংগৃহীত অর্থ সিরিয়া হয়ে লেবাননে পৌঁছে, যা হিজবুল্লাহর সন্ত্রাসী কার্যকলাপের জন্য ব্যবহৃত হয়।

সিরিয়ায় হিজবুল্লাহ নেতাকে টার্গেট

এর পাশাপাশি, সোমবার সিরিয়ায় একটি ইজরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর আর্থিক শাখার নতুন প্রধান, যিনি ইউনিট ৪৪০০-এর নেতৃত্বে ছিলেন, নিহত হন। এই ইউনিটটি মূলত ইরানি অর্থ হিজবুল্লাহর কাছে পৌঁছে দেওয়ার কাজ করে। কয়েক সপ্তাহ আগে ইজরায়েলি হামলায় আরেকজন হিজবুল্লাহ নেতা মারা যান, যিনি হিজবুল্লাহর আর্থিক কার্যক্রমের দীর্ঘদিনের প্রধান ছিলেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

আরও পড়ুন

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।

বিশ্বের সর্বাধিক তেল মজুত ভেনেজুয়েলায়, তবু কেন উৎপাদনে পিছিয়ে দক্ষিণ আমেরিকার দেশটি?

ভেনেজুয়েলার হাতে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার—প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবু বিনিয়োগ ঘাটতি, নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সমস্যায় তেল উৎপাদন সম্ভাবনার অনেক নীচে।