Homeখবরদেশদীপাবলি এবং ছট পুজোর সময় ট্রেন টিকিট নিশ্চিত করার উপায়: জেনে নিন...

দীপাবলি এবং ছট পুজোর সময় ট্রেন টিকিট নিশ্চিত করার উপায়: জেনে নিন IRCTC-র বিকল্প স্কিম সম্পর্কে

প্রকাশিত

উৎসবের মরশুমে বাড়ি ফেরার জন্য বহু মানুষ ট্রেনের টিকিট বুকিং করছেন, ফলে ব্যাপক ভিড় এবং চাপ তৈরি হয়েছে। দীপাবলি উপলক্ষে এই চাপ সামলাতে রেলের (IRCTC) তরফে চালু করা হয়েছে বিকল্প স্কিম, যা অপেক্ষমাণ টিকিটধারী যাত্রীদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে। এই স্কিমের মাধ্যমে যাত্রীরা সহজেই বিকল্প ট্রেনে কনফার্ম সিট পেতে পারেন।

কী এই বিকল্প স্কিম?

বিকল্প স্কিম হল IRCTC-এর একটি বিশেষ উদ্যোগ, যার মাধ্যমে মূল ট্রেনের টিকিট নিশ্চিত না হওয়া যাত্রীদের জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। এই স্কিমের ফলে অপেক্ষমাণ টিকিটধারী যাত্রীরা তাঁদের নির্ধারিত রুটে অন্য একটি ট্রেনে সিট পাওয়ার সম্ভাবনা বাড়াতে পারবেন।

তবে, বিকল্প স্কিমে নাম নথিভুক্ত করলেও কনফার্ম সিট পাওয়ার নিশ্চয়তা নেই। এটি শুধুমাত্র কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনাকে বাড়ায়।

কীভাবে কাজ করে IRCTC-র বিকল্প স্কিম?

যাত্রীরা যখন বিকল্প স্কিমটি বেছে নেন, তখন তাঁদের অপেক্ষমাণ টিকিটটি মূল ট্রেনের নির্ধারিত ছাড়ার সময় থেকে ১২ ঘণ্টার মধ্যে যেকোনো বিকল্প ট্রেনে স্থানান্তরিত হতে পারে। দীপাবলি এবং ছট পুজোর মরশুমে শেষ মুহূর্তে টিকিট নিশ্চিত করার জন্য এটি বিশেষভাবে উপযোগী।

যদি বিকল্প ট্রেনে সিট পাওয়া যায়, তবে যাত্রীর টিকিট স্বয়ংক্রিয়ভাবে কনফার্ম করা হবে। তবে, যদি পরে টিকিট বাতিল করতে হয়, তবে সাধারণ বাতিলের চার্জ প্রযোজ্য হবে।

কী ভাবে ব্যবহার করবেন বিকল্প স্কিম?

বিকল্প স্কিমে নাম নথিভুক্ত করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  1. *IRCTC ওয়েবসাইট বা অ্যাপে লগ ইন করুন।
  2. *ভ্রমণের তারিখ, গন্তব্য এবং প্রয়োজনীয় শ্রেণী নির্বাচন করুন।
  3. *যাত্রীর তথ্য দিয়ে বুকিং নিশ্চিত করতে পেমেন্ট সম্পন্ন করুন।
  4. *বিকল্প স্কিম’ অপশন সিলেক্ট করুন।
  5. *একটি বিকল্প ট্রেনের তালিকা প্রদর্শিত হবে। তালিকা থেকে একটি ট্রেন নির্বাচন করুন।
  6. *চার্ট প্রস্তুত হওয়ার পর আপনার PNR স্ট্যাটাস চেক করুন যাতে বিকল্প ট্রেনে আপনার বুকিং নিশ্চিত হয়েছে কি না, তা জানতে পারেন।

বিকল্প স্কিমের প্রধান বৈশিষ্ট্য

  • *শুধু মেল এবং এক্সপ্রেস ট্রেনের জন্য প্রযোজ্য।
  • *শুধুমাত্র অপেক্ষমাণ টিকিটধারীদের জন্য কার্যকর।
  • *এই স্কিমে নাম নথিভুক্ত করার জন্য অতিরিক্ত চার্জ নেই।
  • *বিকল্প স্কিম নির্বাচনকারী যাত্রীদের স্বয়ংক্রিয়ভাবে বিকল্প ট্রেনে স্থানান্তরিত করা হবে।
  • *একবার বিকল্প ট্রেনে স্থানান্তরিত হলে যাত্রী মূল ট্রেনে যাত্রা করতে পারবেন না।

এই দীপাবলিতে বিকল্প স্কিম বেছে নেওয়ার সুবিধা

উৎসবের মরশুমে টিকিট নিশ্চিত করার দুশ্চিন্তায় থাকা যাত্রীদের জন্য বিকল্প স্কিম স্বস্তি দেবে, কারণ এটি নিশ্চিত সিট পাওয়ার সম্ভাবনা বাড়ায়:

  • উচ্চ সম্ভাবনা: অপেক্ষমাণ টিকিটধারীরা বিনা অতিরিক্ত খরচে বিকল্প ট্রেনে সিট পাওয়ার সুযোগ পাবেন।
  • অতিরিক্ত খরচ নেই: যাত্রীরা মূল টিকিটের মূল্যেই বিকল্প ট্রেনে ভ্রমণ করতে পারবেন।
  • ঝঞ্ঝাটহীন: এই স্কিমটি যাত্রীদের জন্য বিকল্প ট্রেনে ভ্রমণ সহজ করে তোলে, ফলে উৎসবের সময় নতুন করে বুকিংয়ের ঝামেলা থেকে রেহাই মেলে।

রেলকর্তাদের মতে, IRCTC-র বিকল্প স্কিম এই দীপাবলিতে বাড়ি ফেরার স্বপ্ন পূরণ করতে আরও একটি সম্ভাবনার দিক উন্মোচিত করছে, যাত্রীদের ভ্রমণকে সহজতর করে তুলছে এবং তাঁদের উৎসবের আনন্দকে নিশ্চিত করছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

দুর্যোগ কেটে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি। পর্যটকদের ভিড়ে খুশি জিপসি মালিকরা, দ্রুত হাতি সাফারি চালুর উদ্যোগ বনদপ্তরের।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।