প্রতিদিন প্রযুক্তির জগতে নয়া উদ্ভাবন হচ্ছে। উন্নত হচ্ছে প্রযুক্তির মান। মানুষের জীবনযাপনকে আরও সহজ করার পাশাপাশি মানুষের প্রাণও রক্ষা করছে প্রযুক্তি। যেমন, আমেরিকার এক বৃদ্ধার জীবন রক্ষা করেছে অ্যাপলের স্মার্টওয়াচ।
স্মার্টওয়াচে থাকা ইসিজি ফিচারের মাধ্যমে সময়মতো অনিয়মিত হৃৎস্পন্দন নজরে পড়ে বৃদ্ধার নাতনির। সঙ্গে সঙ্গে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে গিয়ে যান তাঁর পরিজনরা। সঠিক সময় চিকিৎসা শুরু হওয়ায় প্রাণ বাঁচে আমেরিকার ওই বৃদ্ধার।
বৃদ্ধার নাতনি নিকিয়াস মোলিনা নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “তাঁর অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এর স্মার্টওয়াচে তাঁর ঠাকুমার অনিয়মিত হৃৎস্পন্দন নজরে পড়ে। স্মার্টওয়াচের ইসিজি ফিচারের মাধ্যমে সময়মতো অনিয়মিত হৃৎস্পন্দন নজরে আসে। ঠাকুমা এখন হাসপাতালে চিকিৎসাধীন।”
অ্যাপলের স্মার্টওয়াচে ইসিজি ফিচার ছাড়াও রক্তের অক্সিজেনের মাত্রা ও ঘুমের মাত্রাও মাপা যায়। অনিয়মিত হৃৎস্পন্দনকে চিকিৎসার পরিভাষায় বলা হয় Atrial fibrillation।