Homeখবরকলকাতা‘অভয়া মঞ্চ’-র ডাকে সোমবার পালিত হল ‘দ্রোহের আলো জ্বালো’ কর্মসূচি

‘অভয়া মঞ্চ’-র ডাকে সোমবার পালিত হল ‘দ্রোহের আলো জ্বালো’ কর্মসূচি

প্রকাশিত

কলকাতা: আরজি কর হাসপাতালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ-খুনের ঘটনার পর পেরিয়ে গিয়েছে ৮৭ দিন। এই ঘটনা ঘিরে ৩টি আদালতে মামলা চলছে। বিচারের দাবিতে নানা ভাবে চলছে আন্দোলন। সোমবার সন্ধ্যায় কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্তে পালিত হল ‘দ্রোহের আলো জ্বালো’ কর্মসূচি।

‘অভয়া মঞ্চ’-র ডাকে আয়োজিত ওই কর্মসূচিতে যোগ দেন নানা বয়সের অসংখ্য মানুষ। কিশোর-কিশোরী থেকে বয়স্ক মানুষ পর্যন্ত। কর্মসূচি পালিত হয় কলেজ স্ট্রিট, রাসবিহারী মোড়, বেহালা, গড়িয়া মোড়, কাঁকুড়গাছি, যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড, যাদবপুরে কফি হাউসের সামনে, বারাসাত, চুঁচুড়া, ব্যান্ডেল, উত্তরপাড়া ডক্টরস কোয়ার্টার-সহ নানা জায়গায়। বহু জায়গাতেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। চলে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা।

কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে হাতে মশাল, মোমবাতি, প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন বয়সের মানুষ জমায়েতে যোগ দেন। একই ছবি দেখা যায় যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে এবং কফি হাউসের সামনে। সেখানেও রাস্তায় প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে চলে প্রতিবাদ। ফানুস উড়িয়ে ‘দ্রোহের আলো’ জ্বালানো হয় উত্তরপাড়া ডক্টরস কোয়ার্টারেও।

যাদবপুর কফি হাউসের সামনে জমায়েত। ছবি: শ্রয়ণ সেন।

আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে ৮০টিরও বেশি সংগঠন নিয়ে সপ্তাহখানেক আগেই তৈরি হয়েছে ‘অভয়া মঞ্চ’। ধর্ষণ-খুন কাণ্ডে ন্যায়বিচারের দাবির পাশাপাশি রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে হুমকি-সংস্কৃতির বিরুদ্ধেও আন্দোলন করার ডাক দিয়েছে অভয়া মঞ্চ।

অভয়া মঞ্চ বিচারের দাবিতে নানা কর্মসূচি নিচ্ছে। ৩০ অক্টোবর ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মশালমিছিল আয়োজন করা হয়। সোমবার পালিত হল ‘দ্রোহের আলো জ্বালো’ কর্মসূচি। এর পর ৯ নভেম্বর শনিবার রানি রাসমণি রোডে আর একটি প্রতিবাদী জমায়েতের আয়োজন করা হবে। ওই জমায়েতের নাম দেওয়া হয়েছে ‘জনতার চার্জশিট’।  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।