Homeখবরদেশবউমাকে মেঝেতে শোওয়ানো, টিভি দেখতে না দেওয়া নিষ্ঠুরতা নয়, রায় হাইকোর্টের

বউমাকে মেঝেতে শোওয়ানো, টিভি দেখতে না দেওয়া নিষ্ঠুরতা নয়, রায় হাইকোর্টের

প্রকাশিত

প্রায় দু’দশক আগে এক ব্যক্তি ও তাঁর পরিবারের বিরুদ্ধে তাঁর মৃত স্ত্রীর পরিবারের তোলা একগুচ্ছ অভিযোগ খারিজ করে দিল হাইকোর্ট। মৃত মহিলার পরিবারের অভিযোগ ছিল, শ্বশুরবাড়িতে তাঁকে টিভি দেখতে না দেওয়া, মন্দিরে একা যেতে না দেওয়া এবং মেঝেতে শোওয়ানোর মতো বিষয়ে মানসিক নির্যাতন করা হয়েছে।

সম্প্রতি বম্বে হাইকোর্টের আওরঙ্গাবাদ বেঞ্চ সেই ২০ বছর পুরনো মামলার রায় দিয়ে মৃত মহিলার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে নিয়ে আসা নির্যাতনের অভিযোগ খারিজ করেছে। মহিলার পক্ষে এই অভিযোগগুলোকে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারা অনুযায়ী “গুরুতর” পর্যায়ের নিষ্ঠুরতা হিসেবে গণ্য করেনি আদালত।

এই মামলায় আদালত জানায়, অভিযোগের অধিকাংশই পারিবারিক কলহের কেন্দ্রভূমিতে আবর্তিত হয়েছে এবং এগুলো শারীরিক বা মানসিক নির্যাতনের পর্যায়ে পৌঁছায়নি। এই রায়ের ভিত্তিতে, অভিযুক্ত ব্যক্তি, তাঁর বাবা-মা ও ভাইয়ের বিরুদ্ধে দেওয়া নিম্ন আদালতের রায় বাতিল করে তাঁদের মুক্তি দেওয়া হয়। নিম্ন আদালত তাঁদের বিরুদ্ধে ৪৯৮এ ও ৩০৬ ধারায় নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দোষী সাব্যস্ত করেছিল। এর পর তাঁরা হাইকোর্টে আবেদন করেন।

আদালতের ১৭ অক্টোবর তারিখের রায়ে বিচারপতি অভয় এস ওয়াঘওয়াসে এই মামলার মূল অভিযোগগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। অভিযোগের মধ্যে ছিল, মৃত মহিলাকে খাবার রান্নার বিষয়ে কথা শোনানো, টিভি দেখায় বাধা, প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা ও একা মন্দিরে যাওয়ায় নিষেধ, তাঁকে মেঝেতে শোওয়ানো এবং নিজে হাতে আবর্জনা পরিষ্কার করতে বাধ্য করা। এছাড়াও মৃত মহিলার পরিবারের দাবি ছিল, তাঁকে রাতের বেলায় জল আনতে বাধ্য করা হতো।

তবে, আদালত সাক্ষীদের বিবৃতির মাধ্যমে জানতে পারে যে, মৃত মহিলার শ্বশুরবাড়ি বরঙ্গাঁও গ্রামে মাঝরাতে জল সরবরাহ করা হতো এবং সেখানকার অধিকাংশ বাড়িতে সবাই রাত দেড়টা নাগাদ জল সংগ্রহ করত।

এই রায়ের মাধ্যমে আদালত স্পষ্টভাবে জানায় যে, পারিবারিক নির্দিষ্ট কিছু অভ্যাসের কারণে যেসব ঘটনাগুলো ঘটেছে, তা ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী নিষ্ঠুরতার সংজ্ঞার মধ্যে পড়ে না। এ ধরনের সাক্ষ্যপ্রমাণ সামনে রেখেই অভিযুক্তদের মুক্তি দেওয়া হয়।

আরও পড়ুন: প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের অবসর, আরজি কর-সহ রাজ্যের পাঁচ মামলা ‘অমীমাংসিত’  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।