Homeখবররাজ্যট্যাব-কাণ্ডে গ্রেফতার ১ প্রাথমিক স্কুলের শিক্ষক-সহ আরও তিন জন

ট্যাব-কাণ্ডে গ্রেফতার ১ প্রাথমিক স্কুলের শিক্ষক-সহ আরও তিন জন

প্রকাশিত

ট্যাব-কাণ্ডে শিলিগুড়ি থেকে আরও তিন জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। রবিবার গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন প্রাথমিক স্কুলের এক শিক্ষক, যাকে এই চক্রের অন্যতম মূলচক্রী বলে দাবি করছে পুলিশ। ট্যাব নিয়ে সরশুনা থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা দিবাকর দাস, দার্জিলিঙের গোপাল রায়, এবং বিশাল ঢালি। এ নিয়ে ট্যাব-কাণ্ডে মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১।

সূত্রের খবর, কলকাতা পুলিশের একটি বিশেষ দল গোপন খবরের ভিত্তিতে প্রথমে বিহারের কিষাণগঞ্জে পৌঁছায় এবং পরে দার্জিলিঙের শিলিগুড়িতে অভিযান চালায়। রবিবার সেবক রোডের কসমস শপিং মলের সামনে থেকে এই তিন জনকে গ্রেফতার করা হয়। সোমবার ধৃতদের আলিপুর আদালতে হাজির করা হবে এবং তাদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

এর আগে রবিবার উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে আরও পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছিল। এই কাণ্ডে কলকাতার বিভিন্ন থানায় ১০টি মামলা দায়ের হয়েছে। অভিযোগ, শহরের অন্তত ১০৭ জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা তাদের অ্যাকাউন্টে না ঢুকে অন্যত্র চলে গিয়েছে। সরশুনা, যাদবপুর, মানিকতলা, ওয়াটগঞ্জ, কসবা, জোড়াবাগান, ভবানীপুর, গল্ফগ্রিন এবং বেনিয়াপুকুরের বিভিন্ন স্কুল থেকে এই অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পড়াশোনার সুবিধার্থে ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর কথা ছিল। কিন্তু অভিযোগ, বহু পড়ুয়ার অ্যাকাউন্টে সেই টাকা না ঢুকে অপরিচিত ব্যক্তিদের অ্যাকাউন্টে পৌঁছায়। টাকা ঢুকতেই এটিএম থেকে তা তুলে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তদন্তকারীদের মতে, এই চক্র মূলত সাইবার ক্যাফেগুলির সাহায্যে স্কুলের তথ্য হ্যাক করে পড়ুয়াদের অ্যাকাউন্ট নম্বর বদলে দিয়েছে। তবে যারা এখনও ট্যাবের টাকা পায়নি, তাদের ট্যাব কেনার ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

আরও খবরের জন্য এখানে ক্লিক করুন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।