Homeখবরদেশদূষণ পরিস্থিতি ভয়ংকর, দিল্লি-এনসিআর-এ ৫০০ ছুঁয়ে গেল একিউআই, বন্ধ হয়ে গেল কলেজ-বিশ্ববিদ্যালয়ও...

দূষণ পরিস্থিতি ভয়ংকর, দিল্লি-এনসিআর-এ ৫০০ ছুঁয়ে গেল একিউআই, বন্ধ হয়ে গেল কলেজ-বিশ্ববিদ্যালয়ও    

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: মঙ্গলবার নিয়ে টানা সাত দিন ঘন ধোঁয়াশায় ঢেকে আছে দিল্লি-এনসিআর (ন্যাশনাল ক্যাপিটল রিজিয়ন, NCR)। বাতাসের গুণমানের সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স, একিউআই, AQI) ক্রমশ ‘অতি ভয়ানক’ স্তরেরও উপরের দিকে উঠছে। মঙ্গলবার সকালে দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম-সহ এনসিআর-এর বেশির ভাগ জায়গাতেই একিউআই ৫০০ ছুঁয়ে গিয়েছে।

দিল্লি অঞ্চলে বায়ুদূষণের এই মাত্রা ক্রমশই দুশ্চিন্তা বাড়াচ্ছে দিল্লিবাসীর। সমস্ত স্কুল তো আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। ক্লাস হচ্ছে অনলাইনে। সেই একই পথে গেল দিল্লি বিশ্ববিদ্যালয় (ডিইউ) এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ও (জেএনইউ)। ডিউ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ে এবং তাদের অধীনস্থ সমস্ত কলেজে সব ক্লাস ২৩ নভেম্বর পর্যন্ত অনলাইনে হবে। জেএনইউও অনলাইনের পথে হেঁটেছে। ২২ নভেম্বর পর্যন্ত তাদের সব ক্লাস অনলাইনে হবে। বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছে দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দিল্লি সরকার এই দূষণ পরিস্থিতিকে ‘মেডিক্যাল এমারজেন্সি’ বলে অভিহিত করেছে এবং ‘জনস্বাস্থ্য’-এর স্বার্থে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে যা প্রয়োজনীয় করার করতে বলেছে।           

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি, CPCB) সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৫টায় দিল্লির আনন্দ বিহার, অশোক বিহার, বাওয়ানা, জাহাঙ্গীরপুরী, মেজর ধ্যান চাঁদ স্টেডিয়াম-সহ বিভিন্ন একিউআই কেন্দ্রে বাতাসের গুণমানের সূচক (একিউআই) ৫০০ ছুঁয়ে গিয়েছে।

বাতাসের গুণমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে হলে তা ‘ভাল’ বলে ধরে নেওয়া হয়। গুণমান সূচক ৫১ থেকে ১০০ হলে তা ‘সন্তোষজনক’ বলে ধরা হয়। বাতাসের গুণমান সূচক ১০১ থেকে ২০০ হলে ‘মাঝারি’ বলে ধরে নেওয়া হয়। গুণমান সূচক ২০১ থেকে ৩০০ হলে ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০ হলে ‘খুব খারাপ’, ৪০১ থেকে ৪৫০ ‘ভয়ানক’ এবং ৪৫০-এর বেশি হলে ‘অতি ভয়ানক’ ধরে নেওয়া হয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

আরও পড়ুন

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।