Homeখবরদেশওয়েনাড়ে প্রিয়ঙ্কার নজিরবিহীন সাফল্য, মহারাষ্ট্র-ঝাড়খণ্ডে কংগ্রেসের বেহাল অবস্থা

ওয়েনাড়ে প্রিয়ঙ্কার নজিরবিহীন সাফল্য, মহারাষ্ট্র-ঝাড়খণ্ডে কংগ্রেসের বেহাল অবস্থা

প্রকাশিত

নয়াদিল্লি: কেরলের ওয়েনাড়ে প্রিয়ঙ্কা গান্ধীর অভিষেক নির্বাচনে দুরন্ত সাফল্য পেলেও মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের ফলাফলে মুখ পুড়ল কংগ্রেসের। এটি কংগ্রেসের সাম্প্রতিক সময়ের অন্যতম খারাপ পারফরম্যান্স হিসেবে দেখা হচ্ছে।

ওয়েনাড় লোকসভা উপনির্বাচনে রাহুল গান্ধীর রেকর্ড ভোট ব্যবধানকে ছাপিয়ে গেছেন প্রিয়ঙ্কা গান্ধী। রাহুল গান্ধী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৩ লক্ষ ৬৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। আর প্রিয়ঙ্কা ৬ লক্ষ ১ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের সত্যন মোকেরি পেয়েছেন মাত্র ২ লক্ষ ৬ হাজার ভোট।

শেষ লোকসভা ভোটে রাহুল গান্ধী রায়বরেলি থেকেও জয়লাভ করেন। যে কারণে পরে ওয়েনাড় আসনটি ছেড়ে দিয়েছিলেন। উপনির্বাচনে কংগ্রেস এই কেন্দ্রে প্রিয়ঙ্কাকে মনোনীত করেছিল। রাহুল গান্ধী ঘোষণা করেছিলেন, এই আসনের দেখভাল করার জন্য এখন তাঁর বোনও থাকবেন।

ওয়েনাড়ে এ বারের নির্বাচনে ভোটদানের হার ছিল ৬৫ শতাংশ। যদিও এটি ২০২৪ সালের প্রায় ৭৪ শতাংশ এবং ২০১৯ সালের ৮০ শতাংশের তুলনায় অনেক কম।

মহারাষ্ট্রে কংগ্রেসের বিপর্যয়

মহারাষ্ট্রে বিপুল জয়লাভ করেছে বিজেপি। যার একটি বড় অংশ এসেছে কংগ্রেসের ভোটব্যাঙ্ক থেকে। ২০১৯ সালের ৪৪টি আসন থেকে কমে এবার কংগ্রেস মাত্র ২২টি আসনে এগিয়ে আছে। রাজ্যে ১০১টি আসনে লড়লেও ফল হতাশাজনক।

উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি) কিছুটা ভালো পারফর্ম করেছে, ৯৫টি আসনের মধ্যে ১৯টিতে এগিয়ে। যদিও এটি ২০১৯ সালের তুলনায় মাত্র ৪টি আসন বেশি।

এনসিপি-র শরদ পওয়ার শাখা একেবারেই খারাপ ফল করেছে। ৮৬টি আসনে লড়ে মাত্র ১২টিতে এগিয়ে রয়েছে, যা ২০১৯ সালের চেয়ে একটিও কম।

ঝাড়খণ্ডে ইন্ডিয়া ব্লকের জয়

ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বে ইন্ডিয়া ব্লক জয়লাভের পথে। কিন্তু কংগ্রেস সেখানে ১৪টি আসনে এগিয়ে, যা ২০১৯ সালের চেয়েও ২টি কম।

ওয়াকিবহাল মহলের মতে, এই ফলাফল কংগ্রেসের জন্য মিশ্র প্রতিক্রিয়া আনলেও ওয়েনাড়ের সাফল্য প্রিয়ঙ্কা গান্ধীর নেতৃত্বে দলের ভবিষ্যতের আশা জাগিয়ে রাখছে!

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান, মন্ত্রী সুজিতের দফতর-সহ কলকাতায় ১৩ জায়গা থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার, দাবি ইডির

পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা ও আশপাশে ১৩ জায়গায় তল্লাশি চালালো ইডি। বাজেয়াপ্ত নগদ ৪৫ লক্ষ টাকা ও নথিপত্র, যার ব্যাখ্যা পাওয়া যায়নি। দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও সংস্থাতেও তল্লাশি চালানো হয়েছে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।

দুর্গাপুর গণধর্ষণ নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রীর বার্তা মমতাকে, পাল্টা বিজেপিকে নিশানা তৃণমূলের

দুর্গাপুরে ওড়িশার এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কড়া পদক্ষেপের আবেদন ওড়িশার মুখ্যমন্ত্রীর। পাল্টা তৃণমূল বলল— বিজেপি এক বছরেও অপরাজিতা বিল পাশ করেনি, নৈতিক দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে।

আগামী দু-তিন দিনের মধ্যেই বর্ষা বিদায় শুরু, বৃষ্টি কি আর হবে?

এখনও রাজ্য থেকে পুরোপুরি বিদায় নেয়নি বর্ষা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে, উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটাই কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহে রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে।

আরও পড়ুন

দিল্লিতে তালিবান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকে নিষিদ্ধ মহিলা সাংবাদিকরা, কী বলল বিদেশ মন্ত্রক?

দিল্লিতে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পি. চিদম্বরম, প্রিয়াঙ্কা গান্ধী ও মহুয়া মৈত্র। ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওই বৈঠকে ভারতের কোনও ভূমিকা ছিল না।

‘ক্লাস নাইনে নয়, আরও আগে থেকেই যৌন শিক্ষা জরুরি’— গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

শিশুদের জন্য ক্লাস নাইনের পর নয়, বরং আরও অল্প বয়স থেকেই যৌন শিক্ষা চালুর পরামর্শ সুপ্রিম কোর্টের। কৈশোরে হরমোনজনিত পরিবর্তন সম্পর্কে সচেতন করাই লক্ষ্য, জানাল আদালত।

বিহার নির্বাচনে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ পিকের দলের! নাম নেই কিশোরের, তবে রয়েছে চমক

বিহার নির্বাচনের আগে জন সুরাজ পার্টির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করলেন প্রশান্ত কিশোর। তালিকায় গণিতবিদ কেসি সিন্‌হা, প্রাক্তন আমলা, পুলিশ অফিসার ও চিকিৎসকসহ ৫১ জন প্রার্থী। এখনই নিজের নাম ঘোষণা করলেন না প্রশান্ত কিশোর।