Homeশিল্প-বাণিজ্যইপিএফও-র বড় পরিবর্তন, ২০২৫-এর মাঝামাঝি থেকে এটিএমের মাধ্যমে তোলা যাবে পিএফের টাকা!

ইপিএফও-র বড় পরিবর্তন, ২০২৫-এর মাঝামাঝি থেকে এটিএমের মাধ্যমে তোলা যাবে পিএফের টাকা!

প্রকাশিত

ভারতের কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (ইপিএফও) বড় ধরনের সংস্কারের পথে হাঁটছে। আগামী ২০২৫ সালের মাঝামাঝি থেকে ইপিএফও সদস্যরা এটিএম কার্ডের মতো একটি সুবিধা পেতে পারেন, যার মাধ্যমে তাঁরা সরাসরি এটিএম থেকে পিএফ তহবিল থেকে অর্থ তুলতে পারবেন। যদিও এই উত্তোলনের ওপর নির্দিষ্ট সীমা থাকবে, যা অবসরের সঞ্চয় সুরক্ষিত রাখতে সাহায্য করবে। তবুও জরুরি প্রয়োজন মেটাতে এটি কার্যকরী হবে।

সরকারের ইপিএফও ৩.০ পরিকল্পনার অংশ হিসাবে এই উদ্যোগটি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হল পরিষেবা আধুনিকীকরণ এবং গ্রাহকদের তাঁদের সঞ্চয়ের উপর আরও বেশি নিয়ন্ত্রণ প্রদান। এছাড়াও, শ্রম মন্ত্রক কর্মচারীদের অবদানের ১২% সীমা প্রত্যাহার করার কথা ভাবছে, যাতে কর্মীরা তাঁদের আর্থিক লক্ষ্য অনুযায়ী আরও বেশি সঞ্চয় করতে পারেন।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতির সূচনা মুখ্যমন্ত্রীর, বৈঠকে সৌরভ-সহ রাজ্যের শীর্ষ শিল্পপতিরা

এছাড়া, বর্তমান সীমার বাইরে অতিরিক্ত টাকা জমা দেওয়ার সুবিধাও মিলতে পারে। যদিও নিয়োগকারীর অবদান বেতন-ভিত্তিকই থাকবে, কর্মীরা যে কোনও সময়ে নিজেদের ইপিএফ অ্যাকাউন্টে টপ-আপ করতে পারবেন।

একইসঙ্গে, ১৯৯৫ সালের কর্মচারী পেনশন স্কিম (ইপিএস-৯৫)-এও পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। বর্তমানে নিয়োগকারীর অবদানের ৮.৩৩% পেনশন স্কিমে যায়। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে কর্মচারীরাও সরাসরি এই স্কিমে টাকা জমা করতে পারবেন, যা তাঁদের পেনশন সুবিধা আরও বাড়াতে সাহায্য করবে।

ইপিএফও ৩.০ পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের শুরুর দিকেই ঘোষণা হতে পারে। এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে দেশের কর্মজীবী মানুষদের সঞ্চয়ের ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।