Homeখবরদেশবারাণসী রেলস্টেশন চত্বরে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ২০০-র বেশি গাড়ি ও বাইক

বারাণসী রেলস্টেশন চত্বরে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ২০০-র বেশি গাড়ি ও বাইক

প্রকাশিত

শনিবার সকালে বারাণসী রেলস্টেশনের পার্কিং এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল যাত্রী এবং রেলকর্মীদের মধ্যে। আগুনে পুড়ে গিয়েছে ২০০-র বেশি চার চাকার গাড়ি এবং মোটরবাইক। কালো ধোঁয়ায় ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

রেল এবং পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্টেশনের পার্কিং এলাকায় প্রথমে আগুন দেখতে পান কয়েকজন। বিষয়টি আরপিএফ কর্মীদের নজরে আসতেই আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পার্কিংয়ে রাখা একের পর এক গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।

দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। রেলকর্মীদের মোটরবাইক এবং বেশ কয়েকটি চার চাকার গাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

শর্টসার্কিট থেকে আগুন

প্রাথমিক তদন্তে জানা গেছে, শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পুরোপুরি নির্ধারণ করা না গেলেও, তা বেশ বড় অঙ্কের হবে। শর্টসার্কিটের কারণ কী, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর না থাকলেও যাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী এবং আরপিএফ যৌথভাবে আগুন নেভানোর কাজে হাত লাগায়।

তদন্ত চলছে

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ বিশদে তদন্ত করে দেখা হচ্ছে। কীভাবে শর্টসার্কিটের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

মুড়িগঙ্গার উপর গঙ্গাসাগর সেতু: ২০২৯ -এর মধ্যে সাগরদ্বীপে সরাসরি গাড়ি নিয়ে যাওয়ার স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

আরও পড়ুন

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।