Homeখবরদেশআদানি ইস্যুতে কংগ্রেসকে এড়িয়ে গেল তৃণমূল, সংসদে বিরোধীদের বিভাজন স্পষ্ট

আদানি ইস্যুতে কংগ্রেসকে এড়িয়ে গেল তৃণমূল, সংসদে বিরোধীদের বিভাজন স্পষ্ট

প্রকাশিত

সোমবার সংসদে কংগ্রেসের নেতৃত্বে হওয়া বিরোধী জোট ইন্ডিয়া-র বৈঠক থেকে দূরে থাকল তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ স্পষ্ট বার্তা দিল যে, আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সংসদে অচলাবস্থা সৃষ্টি করতে কংগ্রেসের সঙ্গে একমত নয় পশ্চিমবঙ্গের শাসকদল।

তৃণমূল সূত্রের দাবি, তারা সংসদে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, তহবিলের অভাব এবং মণিপুরের অশান্তির মতো ছয়টি গুরুত্বপূর্ণ ইস্যু তুলতে চায়। তবে, কংগ্রেস শুধুমাত্র আদানি ইস্যুতে জোর দিতে চাওয়ায় তারা বৈঠকে যোগ দেয়নি।

তৃণমূলের এক নেতার কথায়, “আমরা ইন্ডিয়া ব্লকে থাকলেও কংগ্রেসের নির্বাচনী সঙ্গী নই। তাই বৈঠকে যোগ দেওয়ার বাধ্যবাধকতা নেই। যখন জানতে পারলাম, আমাদের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো এজেন্ডায় থাকবে না, তখন বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

সংসদ অধিবেশনের বেশ কয়েকদিন ধরে আদানি গ্রুপের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় অভিযোগ নিয়ে তোলপাড় চলছে। কংগ্রেস লোকসভায় আজও অধিবেশন মুলতুবি করার প্রস্তাব দিয়েছে। তবে তৃণমূলের পাশাপাশি অন্যান্য বিরোধী দলগুলিও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা চেয়েছে।

তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন, শীতকালীন অধিবেশনে বাংলার ইস্যুগুলোকে অগ্রাধিকার দেবে দল। তিনি বলেছিলেন, “আমাদের অবস্থান খুবই স্পষ্ট। বাংলার বকেয়া পাওনা, মণিপুরের অশান্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা সংসদের শীতকালীন অধিবেশনে আলোচনা চাই। কংগ্রেস কী করবে, সেটা তাদের ব্যাপার।”

এ ব্যাপারে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানান, “আমরা চাই সংসদ চলুক। শুধুমাত্র একটি ইস্যুতে অচলাবস্থা তৈরি করতে চাই না। আমরা সরকারকে বিভিন্ন ইস্যুতে জবাবদিহি করতে বাধ্য করব।”

তৃণমূল ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, মণিপুরে চলমান অশান্তি নিয়ে শীতকালীন অধিবেশনে আলোচনা চাওয়া হবে এবং কেন্দ্রের কাছ থেকে জরুরি পদক্ষেপের দাবি করা হবে।

আরও পড়ুন: রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর আর্জি জানাক কেন্দ্র, বিধানসভায় প্রস্তাব মমতার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।