Homeখবরদেশআদানি ঘুষ-কাণ্ডে জেপিসি-র দাবিতে ‘ইন্ডিয়া’র বিক্ষোভ, অনুপস্থিত তৃণমূল

আদানি ঘুষ-কাণ্ডে জেপিসি-র দাবিতে ‘ইন্ডিয়া’র বিক্ষোভ, অনুপস্থিত তৃণমূল

প্রকাশিত

আদানি ঘুষ-কাণ্ডে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) তদন্তের দাবিতে সংসদ ভবনের মকর দ্বারের সামনে বৃহস্পতিবার বিরোধী জোট ‘ইন্ডিয়া’ বিক্ষোভ দেখাল। কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, ডিএমকে এবং উদ্ধব সেনার সাংসদরা কালো জ্যাকেট পরে বিক্ষোভে অংশ নেন। এই জ্যাকেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান একটু অন্য ভাবে লেখা ছিল— ‘মোদী-আদানি এক হ্যায়। আদানি সেফ হ্যায়’। তবে বিরোধী দলনেতা রাহুল গান্ধী জ্যাকেট পরেননি। তিনি সাদা টি-শার্টে একই স্লোগান লেখা স্টিকার ব্যবহার করেন।

এই বিক্ষোভে দেশের প্রায় সব প্রধান বিরোধী দল অংশ নিলেও অনুপস্থিত ছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল সাংসদ কীর্তি আজাদ জানিয়েছেন, “আমাদের আরও গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। মূল্যবৃদ্ধির মতো বিষয় সংসদে তুলে ধরব।” প্রসঙ্গত, আমেরিকার আদালতে আদানিদের বিরুদ্ধে ঘুষ কাণ্ডে অভিযোগপত্র জমা পড়েছে। সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ভারতের সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়ার অভিযোগে গৌতম আদানি এবং তাঁর ভাইপো-সহ সাত জনের বিরুদ্ধে মামলা চলছে।

তৃণমূলের অনুপস্থিতি নিয়ে বিরোধী মহলে প্রশ্ন উঠলেও দলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, “আমরা সবাই একজোট। তবে কৌশল প্রয়োগে পার্থক্য থাকতে পারে।” কংগ্রেস সূত্রে জানা গেছে, গৌরব গগৈ তৃণমূলের লোকসভা নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিক্ষোভে অংশ নিতে অনুরোধ করেছিলেন। তবে সুদীপ জানান, তৃণমূলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে তারা বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনাসহ ছ’টি গুরুত্বপূর্ণ বিষয়ে সরব থাকবে। আদানিকাণ্ড সেই তালিকায় নেই।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।