Homeখবরদেশজিএসটি হার বৃদ্ধির প্রস্তাবে বস্ত্রশিল্পে সংকটের আশঙ্কা, বিপন্ন ১ লক্ষ চাকরি!

জিএসটি হার বৃদ্ধির প্রস্তাবে বস্ত্রশিল্পে সংকটের আশঙ্কা, বিপন্ন ১ লক্ষ চাকরি!

প্রকাশিত

বস্ত্রশিল্পে জিএসটি হার বৃদ্ধির প্রস্তাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দ্য ক্লোদিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (সিএমএআই)। সম্প্রতি মন্ত্রীসভার একটি কমিটি পোশাক শিল্পের উপর জিএসটি হার পুনর্বিন্যাসের যে প্রস্তাব দিয়েছে, তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি।

নতুন প্রস্তাব অনুযায়ী, ১,৫০০ টাকার কম মূল্যের প্রস্তুত পোশাকের উপর ৫ শতাংশ জিএসটি চালু থাকবে। তবে, ১,৫০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে মূল্যের পোশাকের ক্ষেত্রে জিএসটি হার বেড়ে ১৮ শতাংশ হবে। ১০,০০০ টাকার উপরে মূল্যের পোশাকগুলির জন্য সর্বোচ্চ ২৮ শতাংশ জিএসটি ধার্য করার প্রস্তাব দেওয়া হয়েছে।

সিএমএআই এর মতে, এই সিদ্ধান্ত শিল্পে মারাত্মক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলি (SMEs) — যেমন স্পিনিং, উইভিং এবং পোশাক প্রস্তুতকারী সংস্থাগুলি — যাদের লাভের মার্জিন খুবই কম, তারা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। এতে প্রায় ১ লক্ষ চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে।

সংগঠনের এক বিবৃতিতে জানানো হয়েছে, “এই জিএসটি বৃদ্ধির ফলে আনুষ্ঠানিক খুচরো বাজারে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। ক্রেতা ও ব্যবসায়ীরা নিয়ন্ত্রণের বাইরে বা বেআইনি চ্যানেলের দিকে ঝুঁকতে বাধ্য হবেন। এর ফলে বৈধ খুচরো বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হবেন আর বেআইনি ব্যবসায়ীরা উপকৃত হবে।”

সিএমএআই আরও জানায়, “এই কর বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি বাড়বে। এতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবেন মূল্যে সংবেদনশীল ক্রেতারা, বিশেষত মহিলারা। উৎসব, অনুষ্ঠান উদযাপনের সঙ্গে যুক্ত পোশাকের উপর উচ্চতর করের কারণে চাহিদা আরও কমবে, যা ইতিমধ্যেই নিম্নমুখী। এর ফলে অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।”

সিএমএআই সরকারের উদ্দেশে প্রতি অনুরোধ করেছে, এই প্রস্তাবিত কর পুনর্বিন্যাস বাতিল করা হোক। সংগঠনের মতে, কর কাঠামো সরলীকরণের উদ্দেশ্য প্রশংসনীয় হলেও, নীতি পরিবর্তন এমন হতে হবে যা শিল্পের স্থিতিশীলতা ও বৃদ্ধিকে শক্তিশালী করে। বস্ত্রশিল্প ইতিমধ্যেই নানা চাপে রয়েছে। এই ধরনের কর বৃদ্ধি শিল্পের ভারসাম্যহীনতা আরও বাড়াবে এবং ক্ষুদ্র ব্যবসাগুলিকে ধ্বংসের মুখে ঠেলে দেবে বলে মনে করে তারা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।