উত্তরপ্রদেশের মিরাঠে ক্যাপিটাল হাসপাতালে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩০ বছরের এক মা। শুক্রবার সকালে অস্ত্রপচারের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর অপারেশন থিয়েটার থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরের সময় এই ঘটনা ঘটে।
ক্যারিশমা নামে ওই মহিলাকে স্ট্রেচারে করে নিচে নামানোর সময় লিফটের বেল্ট ছিঁড়ে পড়ে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত তাঁকে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এই মর্মান্তিক ঘটনায় হাসপাতাল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। লিফটের ভেতরে আটকে পড়া লোকেরা সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। উদ্ধারকাজে হাসপাতালের টেকনিশিয়ান দল লিফট খুলে তাঁদের বের করে আনেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ আত্মীয়রা হাসপাতাল ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার জেরে মিরাঠের প্রধান চিকিৎসা কর্মকর্তা (CMO) হাসপাতালের ১৫ জন রোগীকে অন্য একটি স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করার নির্দেশ দেন। ক্যাপিটাল হাসপাতালটি সিল করে দেওয়া হয়েছে।
মিরাঠ পুলিশ লোহিয়া নগর থানায় হাসপাতালের চিকিৎসক, ম্যানেজার এবং কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ঘটনাটি তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে।
ঘটনার সময় নবজাতকটিকে একটি অন্য হাসপাতালের নার্সারিতে স্থানান্তর করা হয়। মৃত মহিলার পরিবার শোকাহত এবং ঘটনার সুবিচার দাবি করছে।
সব খবর পড়ুন