Homeভ্রমণভ্রমণের খবরমায়ের ভুলে মৃত্যু তিন শাবকের, শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে চাঞ্চল্য

মায়ের ভুলে মৃত্যু তিন শাবকের, শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে চাঞ্চল্য

প্রকাশিত

শিলিগুড়ি: মায়ের অনভিজ্ঞতার কারণে মর্মান্তিক পরিণতি হলো শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কের তিনটি রয়্যাল বেঙ্গল শাবকের। গত সপ্তাহে জন্ম নেওয়া শাবকগুলির ঘাড়ে মা রিকার অসাবধানতাবশত দাঁতের কামড়েই মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ।

কী ঘটেছিল?

বেঙ্গল সাফারি পার্কের রয়্যাল বেঙ্গল টাইগার রিকা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নাম, দ্বিতীয়বার তিনটি শাবকের জন্ম দিয়েছিল। সন্তান প্রসবের পর মা ও শাবকদের নাইট শেল্টারে রাখা হয়। কিন্তু দু’দিন পর শাবকদের অন্যত্র সরাতে গিয়ে রিকা ভুল করে শাবকদের ঘাড়ে কামড় বসায়। এর ফলে দু’টি শাবকের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। তৃতীয়টি বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন পার্কের কর্মকর্তারা।

কর্তৃপক্ষের বক্তব্য

সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার বলেন, ‘‘রিকার অনভিজ্ঞতার ফলেই এমন দুর্ঘটনা ঘটেছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।’’ রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী জানান, ‘‘রিকার শারীরিক সমস্যার পাশাপাশি অভিজ্ঞতার অভাব রয়েছে। শিলার মতো দক্ষ নয় রিকা। শাবক সরানোর সময় তাদের চামড়া ফেটে যায় এবং ফুসফুস ও শ্বাসনালীর গুরুতর ক্ষতি হয়।’’

প্রশ্নের মুখে পার্ক কর্তৃপক্ষ

এই প্রথমবার নয়, এর আগেও বেঙ্গল সাফারি পার্কে মা বাঘের অসাবধানতার কারণে শাবকদের মৃত্যু হয়েছে। ২০২৩ সালের অগস্ট মাসে সাদা বাঘ কিকার ভুলের কারণেও দুই শাবকের মৃত্যু হয়। সম্প্রতি বার্ধক্যজনিত কারণে কুনকি হাতি লক্ষ্মীর মৃত্যুর পর তিন শাবকের এই মৃত্যুকাণ্ড পার্কের নিরাপত্তা এবং ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।

পরবর্তী পদক্ষেপ

পার্ক কর্তৃপক্ষ রিকার স্বাস্থ্যের উন্নতি এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে বাঘেদের সুরক্ষার বিষয়টি নিয়ে আরও কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআই-এ ভর করে চাকরির খোঁজ! পড়ুয়াদের জন্য চমক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

পড়ুয়াদের চাকরি খোঁজার সুবিধায় এআই বেসড জব সার্চিং টুল চালু করল মেদিনীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। জায়ান্ট স্ক্রিনে মিলবে দেশ-বিদেশের চাকরির বিজ্ঞপ্তি ও সরাসরি আবেদনের সুযোগ।

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন

১৮২ বছরের ঐতিহ্যবাহী দার্জিলিংয়ের সেন্ট অ্যান্ড্রুজ চার্চের সংস্কার সম্পন্ন, ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা

দার্জিলিংয়ের ১৮২ বছরের ঐতিহ্যবাহী সেন্ট অ্যান্ড্রুজ চার্চের সংস্কার কাজ সম্পন্ন হল। প্রায় ১.৫৫ কোটি টাকা ব্যয়ে সংস্কার হওয়া এই চার্চের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিদেশি পর্যটকদের আকর্ষণে দেশে দ্বিতীয় স্থানে বাংলা, মুখ্যমন্ত্রীর প্রশংসা—এই খবর আগেই করেছিল খবর অনলাইন

বিদেশি পর্যটকদের আকর্ষণে দেশে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। India Tourism Data Compendium 2025–এ বাংলার সাফল্য, পর্যটন উন্নয়নে মুখ্যমন্ত্রীর বার্তা।

সুন্দরবনে ২৩ জানুয়ারি থেকে শুরু পাখি উৎসব, চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত; আবেদন প্রক্রিয়া শুরু করলো এসটিআর

২০২৬ সালের ২৩–২৭ জানুয়ারি সুন্দরবনে অনুষ্ঠিত হবে পাখি উৎসব। ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে সুন্দরবন টাইগার রিজার্ভ। ১৪৫ প্রজাতির পাখি ও ৫ হাজারের বেশি দর্শনের রেকর্ডের পর এবার আরও বেশি সাড়া আশা করছে বনদফতর। আবেদন করা যাবে ২১ ডিসেম্বর পর্যন্ত।