Home ভ্রমণ ভ্রমণের খবর মায়ের ভুলে মৃত্যু তিন শাবকের, শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে চাঞ্চল্য

মায়ের ভুলে মৃত্যু তিন শাবকের, শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে চাঞ্চল্য

ছবিআনন্দবাজার অনলাইন থেকে নেওয়া

শিলিগুড়ি: মায়ের অনভিজ্ঞতার কারণে মর্মান্তিক পরিণতি হলো শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কের তিনটি রয়্যাল বেঙ্গল শাবকের। গত সপ্তাহে জন্ম নেওয়া শাবকগুলির ঘাড়ে মা রিকার অসাবধানতাবশত দাঁতের কামড়েই মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ।

কী ঘটেছিল?

বেঙ্গল সাফারি পার্কের রয়্যাল বেঙ্গল টাইগার রিকা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নাম, দ্বিতীয়বার তিনটি শাবকের জন্ম দিয়েছিল। সন্তান প্রসবের পর মা ও শাবকদের নাইট শেল্টারে রাখা হয়। কিন্তু দু’দিন পর শাবকদের অন্যত্র সরাতে গিয়ে রিকা ভুল করে শাবকদের ঘাড়ে কামড় বসায়। এর ফলে দু’টি শাবকের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। তৃতীয়টি বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন পার্কের কর্মকর্তারা।

কর্তৃপক্ষের বক্তব্য

সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার বলেন, ‘‘রিকার অনভিজ্ঞতার ফলেই এমন দুর্ঘটনা ঘটেছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।’’ রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী জানান, ‘‘রিকার শারীরিক সমস্যার পাশাপাশি অভিজ্ঞতার অভাব রয়েছে। শিলার মতো দক্ষ নয় রিকা। শাবক সরানোর সময় তাদের চামড়া ফেটে যায় এবং ফুসফুস ও শ্বাসনালীর গুরুতর ক্ষতি হয়।’’

প্রশ্নের মুখে পার্ক কর্তৃপক্ষ

এই প্রথমবার নয়, এর আগেও বেঙ্গল সাফারি পার্কে মা বাঘের অসাবধানতার কারণে শাবকদের মৃত্যু হয়েছে। ২০২৩ সালের অগস্ট মাসে সাদা বাঘ কিকার ভুলের কারণেও দুই শাবকের মৃত্যু হয়। সম্প্রতি বার্ধক্যজনিত কারণে কুনকি হাতি লক্ষ্মীর মৃত্যুর পর তিন শাবকের এই মৃত্যুকাণ্ড পার্কের নিরাপত্তা এবং ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।

পরবর্তী পদক্ষেপ

পার্ক কর্তৃপক্ষ রিকার স্বাস্থ্যের উন্নতি এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে বাঘেদের সুরক্ষার বিষয়টি নিয়ে আরও কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version