Homeখেলাধুলোবিশ্ব দাবায় ইতিহাস, সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হলেন ভারতের ডি গুকেশ

বিশ্ব দাবায় ইতিহাস, সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হলেন ভারতের ডি গুকেশ

প্রকাশিত

ভারতের দাবা তারকা ডি গুকেশ ইতিহাস গড়লেন। বৃহস্পতিবার সিঙ্গাপুরে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর নির্ণায়ক ১৪তম গেমে চিনের ডিং লিরেনকে পরাজিত করে তিনি সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হলেন।

ডি গুকেশ (১৮ বছর ৮ মাস ১৪ দিন) তার এই সাফল্যের মাধ্যমে গ্যারি কাসপারভের ২২ বছর ৬ মাস ২৭ দিনের রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন। গুকেশ ভারতের দ্বিতীয় দাবা বিশ্ব চ্যাম্পিয়ন, এর আগে বিশ্বনাথন আনন্দ চারবার এই খেতাব জিতেছিলেন।

ডিং লিরেন এবং গুকেশ ৬.৫ পয়েন্টে সমতায় থেকে ১৪তম এবং শেষ গেমে মুখোমুখি হন। এই গেমে ডিং সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন। গেমটি ড্র-এর দিকে এগোচ্ছিল, তবে ম্যাচের ৫৩তম চালের সময় ডিং মারাত্মক ভুল করেন। গুকেশ তাঁর প্রতিদ্বন্দ্বীকে চাপ দেওয়ার কৌশল বজায় রেখে এই ভুলের সুযোগ কাজে লাগান এবং শেষ মুহূর্তে সঠিক চালটি বের করে এনে জয় নিশ্চিত করেন।

ডিং ভুল করেছেন জেনে জলের বিরতিতে যাওয়ার সময় গুকেশ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। বোর্ডে ফেরার সময় গুকেশের মুখে হাসি ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁর গাল বেয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ে। এই জয়ের মাধ্যমে গুকেশ ৭.৫-৬.৫ পয়েন্টে শিরোপা দখল করেন এবং দাবার ১৮তম বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে নিজের নাম লেখান। ম্যাচ শেষে গুকেশ বলেন, “আজ আমার জীবনের সেরা দিন।”

ডিং লিরেন ম্যাচটি টাইব্রেকারে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলেও গুকেশ শেষ মুহূর্তে বিজয়সূচক চাল দিয়ে ইতিহাস রচনা করলেন।

প্রসঙ্গত, চেন্নাইয়ে জন্ম গুকেশের। বাবা চিকিৎসক এবং মা মাইক্রোবায়োলজিস্ট। সাত বছর বয়সে দাবা খেলা শুরু গুকেশের। এক বছর পরেই অনূর্ধ্ব-৯ এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতা জেতেন তিনি। অনূর্ধ্ব-১২ স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় পাঁচটি সোনা জেতেন গুকেশ। মাত্র ১২ বছর ৭ মাস ১৭ দিন বয়সে গ্র্যান্ড মাস্টারের যোগ্যতা অর্জন করেন তিনি। ভারতের কনিষ্ঠতম ও বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম (১২ বছর ৭ মাস বয়সে গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন রাশিয়ার সের্গে কারজাকিন) হন গুকেশ। ভারতীয় দাবায় তাঁর উল্কার গতিতে উত্থান সবার নজর কেড়েছিল। ২৬ বছর পরে আনন্দকে টপকে ভারতের এক নম্বর দাবাড়ু হন গুকেশ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে, বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে। শিলিগুড়িতে বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন। মা ও শাবক দু’জনেই সুস্থ, খুশি বনদপ্তর ও জু কর্তৃপক্ষ।

১০ ডিগ্রির ঘরেই কলকাতার পারদ, কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে বাংলা, আর কতদিন চলবে?

চলতি মরসুমের শীতলতম দিন কলকাতায়, পারদ নেমেছে ১০.২ ডিগ্রিতে। কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে দক্ষিণবঙ্গ। শনিবার পর্যন্ত ঠান্ডা ও ঘন কুয়াশার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আরও পড়ুন

২০২৫-২৬ আইএসএল আয়োজন করবে এআইএফএফ, লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে

দীর্ঘ অনিশ্চয়তার অবসান। ২০২৫-২৬ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ আয়োজনের দায়িত্ব নিল এআইএফএফ। লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে, ফি ও ফরম্যাট নিয়ে চলছে আলোচনা।

মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়ল যুবভারতী, চেয়ার ভাঙচুর থেকে মাঠে ঢুকে পড়া—রণক্ষেত্রের চেহারা স্টেডিয়ামের

লিয়োনেল মেসিকে গ্যালারি থেকে দেখা না যাওয়ায় যুবভারতী ক্রীড়াঙ্গনে তীব্র বিশৃঙ্খলা। চেয়ার ভাঙচুর, বোতল ছোড়া ও ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়ে দর্শকেরা। নেতা-মন্ত্রীদের ঘিরে থাকার অভিযোগে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা।

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন লক্ষ্য সেন, ফাইনালে দাপুটে জয় জাপানের তানাকার বিরুদ্ধে

অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫-এ জাপানের ইউশি তানাকাকে ২১–১৫, ২১–১১-এ হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ভারতের লক্ষ্য সেন। মাত্র ৩৮ মিনিটে দাপুটে জয়ের মাধ্যমে বছরের প্রথম বড় খেতাব জিতলেন এই ব্যাডমিন্টন তারকা। এই জয়ে ফের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সেরা ১০-এর পথে লক্ষ্য।