Homeখেলাধুলোবিশ্ব দাবায় ইতিহাস, সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হলেন ভারতের ডি গুকেশ

বিশ্ব দাবায় ইতিহাস, সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হলেন ভারতের ডি গুকেশ

প্রকাশিত

ভারতের দাবা তারকা ডি গুকেশ ইতিহাস গড়লেন। বৃহস্পতিবার সিঙ্গাপুরে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর নির্ণায়ক ১৪তম গেমে চিনের ডিং লিরেনকে পরাজিত করে তিনি সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হলেন।

ডি গুকেশ (১৮ বছর ৮ মাস ১৪ দিন) তার এই সাফল্যের মাধ্যমে গ্যারি কাসপারভের ২২ বছর ৬ মাস ২৭ দিনের রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন। গুকেশ ভারতের দ্বিতীয় দাবা বিশ্ব চ্যাম্পিয়ন, এর আগে বিশ্বনাথন আনন্দ চারবার এই খেতাব জিতেছিলেন।

ডিং লিরেন এবং গুকেশ ৬.৫ পয়েন্টে সমতায় থেকে ১৪তম এবং শেষ গেমে মুখোমুখি হন। এই গেমে ডিং সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন। গেমটি ড্র-এর দিকে এগোচ্ছিল, তবে ম্যাচের ৫৩তম চালের সময় ডিং মারাত্মক ভুল করেন। গুকেশ তাঁর প্রতিদ্বন্দ্বীকে চাপ দেওয়ার কৌশল বজায় রেখে এই ভুলের সুযোগ কাজে লাগান এবং শেষ মুহূর্তে সঠিক চালটি বের করে এনে জয় নিশ্চিত করেন।

ডিং ভুল করেছেন জেনে জলের বিরতিতে যাওয়ার সময় গুকেশ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। বোর্ডে ফেরার সময় গুকেশের মুখে হাসি ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁর গাল বেয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ে। এই জয়ের মাধ্যমে গুকেশ ৭.৫-৬.৫ পয়েন্টে শিরোপা দখল করেন এবং দাবার ১৮তম বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে নিজের নাম লেখান। ম্যাচ শেষে গুকেশ বলেন, “আজ আমার জীবনের সেরা দিন।”

ডিং লিরেন ম্যাচটি টাইব্রেকারে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলেও গুকেশ শেষ মুহূর্তে বিজয়সূচক চাল দিয়ে ইতিহাস রচনা করলেন।

প্রসঙ্গত, চেন্নাইয়ে জন্ম গুকেশের। বাবা চিকিৎসক এবং মা মাইক্রোবায়োলজিস্ট। সাত বছর বয়সে দাবা খেলা শুরু গুকেশের। এক বছর পরেই অনূর্ধ্ব-৯ এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতা জেতেন তিনি। অনূর্ধ্ব-১২ স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় পাঁচটি সোনা জেতেন গুকেশ। মাত্র ১২ বছর ৭ মাস ১৭ দিন বয়সে গ্র্যান্ড মাস্টারের যোগ্যতা অর্জন করেন তিনি। ভারতের কনিষ্ঠতম ও বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম (১২ বছর ৭ মাস বয়সে গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন রাশিয়ার সের্গে কারজাকিন) হন গুকেশ। ভারতীয় দাবায় তাঁর উল্কার গতিতে উত্থান সবার নজর কেড়েছিল। ২৬ বছর পরে আনন্দকে টপকে ভারতের এক নম্বর দাবাড়ু হন গুকেশ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গঙ্গার ঘাটে ঘাটে চলছে তর্পণ, কাল দেবীপক্ষের সূচনা, আসছেন মা দুর্গা  

কলকাতা: আশ্বিনের শারদপ্রাতে ঘুম ভেঙে গিয়েছিল আকাশবাণীতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠে – যা দেবী সর্বভুতেষু…।...

অষ্টমী বাদে খোলা সরকারি হাসপাতালের আউটডোর, পুজোয় বিশেষ পরিষেবা দিচ্ছে বেসরকারি হাসপাতালগুলি

অষ্টমী বাদে পুজোর দিনগুলিতে খোলা থাকছে সরকারি হাসপাতালের আউটডোর। পাশাপাশি অ্যাপোলো, মনিপাল, নারায়ণা, রুবি ও বি পি পোদ্দারসহ বেসরকারি হাসপাতালগুলি দিচ্ছে জরুরি পরিষেবা।

এশিয়া কাপ: হাড্ডাহাড্ডি লড়াই, মাত্র ১ বল বাকি থাকতে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ

শ্রীলঙ্কা: ১৬৮-৭ (দাসুন সনাকা ৬৪ নট আউট, কুশল মেন্ডিস ৩৪, মুস্তাফিজুর রহমান ৩-২০, মেহেদি...

H1-B ভিসায় আমেরিকার নতুন নিয়ম: কী বলল ভারত, প্রভাব কোথায় পড়বে?

আমেরিকার নতুন H1-B ভিসা নিয়ম নিয়ে ভারতের প্রতিক্রিয়া কী, এর প্রভাব পড়বে কোন খাতে, আর পরিবারগুলির জন্য কী জটিলতা তৈরি হতে পারে—জানুন বিস্তারিত এক্সপ্লেইনার রিপোর্টে।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।