Homeশিক্ষা ও কেরিয়ারএনটিএ শুধুমাত্র প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করবে, নিয়োগ পরীক্ষা নয়, জানিয়ে দিলেন কেন্দ্রীয়...

এনটিএ শুধুমাত্র প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করবে, নিয়োগ পরীক্ষা নয়, জানিয়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

প্রকাশিত

নয়াদিল্লি: ২০২৫ সাল থেকে শুধুমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করবে জাতীয় পরীক্ষার সংস্থা (NTA)। অর্থাৎ, এই কেন্দ্রীয় পরীক্ষক সংস্থা আর কোনও নিয়োগ পরীক্ষা নেবে না। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

পরীক্ষার সংস্কারের অংশ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের শুরুতে গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নপত্র ফাঁস এবং অন্যান্য পরীক্ষা বাতিলের ঘটনা পর্যালোচনা করার পর এই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।

শিক্ষামন্ত্রী জানান, এনটিএ এবং স্বাস্থ্যমন্ত্রকের মধ্যে আলোচনা চলছে নিট পরীক্ষাকে ঐতিহ্যবাহী পেন এবং পেপার পদ্ধতিতে রাখা হবে না কি কম্পিউটার-ভিত্তিক পরীক্ষায় (CBT) রূপান্তরিত করা হবে।

ধর্মেন্দ্র প্রধান নিশ্চিত করেছেন, সাধারণ বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা (CUET-UG) আগের মতোই বছরে একবার নেওয়া হবে। তিনি বলেন, “সরকার ভবিষ্যতে প্রযুক্তি-চালিত এবং কম্পিউটার অ্যাডাপটিভ টেস্টের দিকে এগোতে চাইছে।”

২০২৫ সালে এনটিএ-কে পুনর্গঠনের ঘোষণা করেছেন মন্ত্রী। অন্তত ১০টি নতুন পদ তৈরি করা হবে এবং সংস্থার কাজের পদ্ধতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। পরীক্ষার ত্রুটি-শূন্যতা নিশ্চিত করতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহৃত হবে।

প্রসঙ্গত, শেষ বারের নিট পরীক্ষা নিয়ে কেলেঙ্কারির অভিযোগে দেশ জুড়ে প্রতিবাদ, বিক্ষোভে সামিল হন পরীক্ষার্থী থেকে শুরু করে পড়ুয়ারা। পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলিও কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। ফলে, নিট নিয়ে দুই তরফের বহুমুখী আক্রমণের সামনে পড়ে কেন্দ্রের এনডিএ সরকার।

এরই মধ্যে নিট নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বীকার করে নিয়েছিলেন বেশ কিছু জায়গায় দুর্নীতি হয়েছে। একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছিলেন, নিট দুর্নীতিতে পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ-র কোনও আধিকারিকের নাম জড়ালে তাঁর বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ করা হবে। পরবর্তীতে পুরো কাঠামোর সংশোধন করা হবে।

আরও পড়ুন: এসবিআই ক্লার্ক নিয়োগ: ১৩,৭৩৫ পদের জন্য আবেদন শুরু, কী ভাবে করবেন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

চিকিৎসা শিক্ষায় বড় পদক্ষেপ! আইআইটি খড়গপুরে শুরু হবে এমডি কোর্স, এনএমসি-র অনুমোদনের অপেক্ষা

আইআইটি খড়গপুর চিকিৎসা শিক্ষায় নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এনএমসি-র অনুমোদন পেলেই শুরু হবে প্রথম এমডি (Doctor of Medicine) কোর্স। আধুনিক সুবিধাসম্পন্ন স্যামা প্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে হবে প্রশিক্ষণ।

রাজ্যের স্কুলে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ! ৮,০০০-এর বেশি শূন্যপদে আবেদন শুরু ৩ নভেম্বর থেকে

রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ। মোট শূন্যপদ ৮,৪৭৭। আবেদন শুরু ৩ নভেম্বর, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। মাধ্যমিক ও অষ্টম পাশ প্রার্থীরাই করতে পারবেন আবেদন।

মুর্শিদাবাদে স্বাস্থ্য দফতরে বড় নিয়োগ! মেডিক্যাল অফিসার-ল্যাব টেকনিশিয়ান সহ ৬০টি শূন্যপদে আবেদন চলছে

মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে ৬০টি শূন্যপদে বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিক্যাল অফিসার, ল্যাব টেকনিশিয়ান ও অডিওলজিস্ট নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করা যাবে ৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত wbhealth.gov.in বা murshidabad.gov.in ওয়েবসাইটে। বেতন ২২-৭০ হাজার টাকা।