Homeখবরকলকাতা'বাংলা এখন আইটি হাব', রাজ্যে ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়

‘বাংলা এখন আইটি হাব’, রাজ্যে ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়

প্রকাশিত

কলকাতা: রাজ্যে ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটাউনের হাতিশালায় ১৭ একর জমির উপরে দ্বিতীয় ক্যাম্পাসটির উদ্বোধন করেন।

বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী এই নতুন ক্যাম্পাস উদ্বোধন করে বলেন, এই ক্যাম্পাস শুধু ইনফোসিস নয়, গোটা বাংলার জন্যই এক ঐতিহাসিক পদক্ষেপ। এই ক্যাম্পাস প্রায় ৪ হাজার জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে তিনি আশাবাদী।

মুখ্যমন্ত্রী এদিন জানান, বাংলার উন্নত পরিকাঠামো, দক্ষ কর্মী এবং সুলভ উৎপাদন খরচ তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য একটি আদর্শ গন্তব্য তৈরি করেছে। তাঁর কথায়, “বাংলা এখন শিল্পের জন্য উপযুক্ত স্থান। আমরা রাজ্যে একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থা গড়ে তুলেছি।”

মমতা জানান, বাংলায় প্রতিবছর হাজার হাজার ইঞ্জিনিয়ার তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে কাজে যোগ দিচ্ছেন। ২০২৩ সালে প্রায় ৪৫,০০০ ইঞ্জিনিয়ার তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে চাকরি পেয়েছেন। এ ছাড়াও, সরকার দ্রুতগতির ইন্টারনেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং অন্যান্য শিল্পোন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলেছে।

মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা এখন আইটি হাব। আইটিতে প্রচুর সুযোগ। ২২টি আইটি পার্ক তৈরি হয়েছে। বাংলায় অনেক দক্ষ কর্মী রয়েছেন। প্রতিভা ক্ষেত্রে বাংলা ১ নম্বরে।” মুখ্যমন্ত্রী তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, “আপনারা বাংলায় আরও বিনিয়োগ করুন। রাজ্য সরকার সব রকম সহযোগিতা করবে।” তিনি উল্লেখ করেন, নিউটাউনের সিলিকন ভ্যালিতে ২,০০০ একর জমিতে ২৭,০০০ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে প্রায় ৭৫,০০০ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

উল্লেখ্য, রাজ্যে কর্মসংস্থানের পক্ষে বারবারই সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৭ একর জমির উপর নির্মিত এই ইনফোসিস ক্যাম্পাসে অত্যাধুনিক প্রযুক্তির সুবিধা রয়েছে। এটি তথ্যপ্রযুক্তি শিল্পে নতুন মাইলফলক তৈরি করবে এবং রাজ্যে আরও শিল্প বিনিয়োগে উৎসাহ দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: ভারতে ৭৭ লাখ ডেলিভারি কর্মী, ২০৩০-এ পৌঁছাবে আড়াই কোটিতে: নীতিন গডকড়ী

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।