Homeশিক্ষা ও কেরিয়ারবছর ঘুরলেই ৯ শতাংশ বাড়বে কাজের বাজার, নজরে কোন কোন ক্ষেত্র

বছর ঘুরলেই ৯ শতাংশ বাড়বে কাজের বাজার, নজরে কোন কোন ক্ষেত্র

প্রকাশিত

২০২৫-এ ভারতের চাকরির বাজারে ৯ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত! চর্চায় আইটি, খুচরো ব্যবসা এবং ব্যাংকিং খাত

২০২৫ সালে ভারতের চাকরির বাজার ৯ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা দেখাচ্ছে। যেখানে প্রধান অবদান থাকবে তথ্যপ্রযুক্তি, খুচরো ব্যবসা, টেলিকম এবং ব্যাংকিং, আর্থিক পরিষেবা ও বিমা (BFSI)-র মতো ক্ষেত্রগুলো। চাকরি ও প্রতিভা প্ল্যাটফর্ম ফাউন্ডইট (Foundit)-এর (আগের মনস্টার এপিএসি অ্যান্ড এমই) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর মাসে নিয়োগের হার আগের বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ এবং আগের মাসের তুলনায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ফাউন্ডইট-এর সমীক্ষা অনুযায়ী, উদীয়মান প্রযুক্তি এবং ব্যবসার অগ্রাধিকার পরিবর্তন ২০২৫ সালে ভারতের চাকরির বাজারকে নতুন আকার দেবে। এজ কম্পিউটিং, কোয়ান্টাম অ্যাপ্লিকেশন এবং সাইবার সুরক্ষা প্রযুক্তির উন্নয়ন উৎপাদন, স্বাস্থ্যসেবা এবং আইটি শিল্পে রূপান্তর ঘটাবে। অন্য দিকে, ছোটো মিডিয়া নেটওয়ার্ক এবং এআই-চালিত কর্মী বিশ্লেষণ ই-কমার্স, মানবসম্পদ এবং ডিজিটাল পরিষেবার ক্ষেত্রে প্রতিভার চাহিদা পুনর্গঠন করবে।

ফাউন্ডইট-এর সমীক্ষায় আরও বলা হয়েছে, সংস্থাগুলি ডিজিটাল মার্কেটিং, বিজ্ঞাপন ব্যবস্থাপনা এবং মানবসম্পদ বিশ্লেষণে দক্ষ পেশাদারদের খুঁজছে।

ফাইন্ডইট-এর ভাইস প্রেসিডেন্ট অনুপমা ভীমরাজকা সংবাদমাধ্যমের কাছে বলেন, “বিভিন্ন সংস্থা অভিজ্ঞ পেশাদারদের পাশাপাশি প্রতিষ্ঠিত কেন্দ্রগুলির বাইরেও প্রতিভা খুঁজছে। এই পদক্ষেপ একটি স্বাস্থ্যকর, বৈচিত্র্যময় কাজের পরিবেশ তৈরি করবে, যা ভবিষ্যতের চাহিদার সঙ্গে মানানসই কর্মীশক্তি গড়তে সাহায্য করবে।”

তথ্যপ্রযুক্তি খাত ২০২৫ সালে নিয়োগে ১৫ শতাংশ বৃদ্ধি অর্জন করবে বলে আশা করা হচ্ছে। এর চালিকা শক্তি হিসেবে কাজ করবে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারের (GCCs) সম্প্রসারণ এবং মাল্টি-ক্লাউড-এর অন্তর্ভুক্তকরণ।

উল্লেখযোগ্য ভাবে, অনেকেই যেখানে মনে করেছিল এআইয়ের ফলে ভারতে চাকরির বাজার অনেক বেশি কমবে। কিন্তু সেই সব ধারণাকে ভুল প্রমাণিত করে ভারতের বাজারে নতুন কাজের জোয়ার আনবে এআই। বিশেষজ্ঞরা মনে করছেন, যদিও অনেক পুরনো কাজের ধরণ প্রযুক্তির কারণে বিলুপ্ত হতে পারে, তবে নতুন শিল্প এবং সেক্টর তৈরি হওয়ার মাধ্যমে লক্ষ লক্ষ নতুন চাকরি সৃষ্টি হবে।

আরও পড়ুন: এসবিআই ক্লার্ক নিয়োগ: ১৩,৭৩৫ পদের জন্য আবেদন শুরু, কী ভাবে করবেন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

জেইই র‍্যাঙ্ক ছাড়াও ভর্তি হতে পারবেন আইআইটি খড়গপুরে! আসছে নতুন ভর্তি পদ্ধতি

আইআইটি খড়গপুরে আর শুধুমাত্র জেইই র‍্যাঙ্ক নয়, এবার আসছে নতুন ভর্তি পদ্ধতি। আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু হতে পারে ‘স্পোর্টস এক্সেলেন্স’ ও ‘সায়েন্স অলিম্পিয়াড এক্সেলেন্স’ ভর্তি ব্যবস্থা।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

চিকিৎসা শিক্ষায় বড় পদক্ষেপ! আইআইটি খড়গপুরে শুরু হবে এমডি কোর্স, এনএমসি-র অনুমোদনের অপেক্ষা

আইআইটি খড়গপুর চিকিৎসা শিক্ষায় নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এনএমসি-র অনুমোদন পেলেই শুরু হবে প্রথম এমডি (Doctor of Medicine) কোর্স। আধুনিক সুবিধাসম্পন্ন স্যামা প্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে হবে প্রশিক্ষণ।