Homeখবরদেশভীমতালে বাস দুর্ঘটনা, তিনজনের মৃত্যু, বহু আহত

ভীমতালে বাস দুর্ঘটনা, তিনজনের মৃত্যু, বহু আহত

প্রকাশিত

নৈনিতাল: উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার ভীমতালে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং বহু যাত্রী আহত হয়েছেন। বুধবার সকালে পর্যটকদের জনপ্রিয় এই স্থানে প্রায় ২৫ জন যাত্রীসহ একটি রোডওয়েজ বাস গভীর গিরিখাতে পড়ে যায়।

প্রশাসনের মতে, বাসটি হালদোয়ানির দিকে যাচ্ছিল। ভীমতালের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি গভীর গিরিখাতে গড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকর্মীরা আহতদের নিরাপদে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

প্রশাসনের প্রতিক্রিয়া

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনার খবর পেয়ে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক বার্তায় বলেন, “ভীমতালের কাছে বাস দুর্ঘটনার খবর অত্যন্ত মর্মান্তিক। স্থানীয় প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।”

উদ্ধার অভিযান ও আহতদের অবস্থা

স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে দুর্ঘটনাস্থলে বিশাল উদ্ধার অভিযান চলছে। আহতদের কাছাকাছি হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভীমতাল: একটি পর্যটন কেন্দ্র

ভীমতাল, নৈনিতাল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই স্থানে পর্যটকদের যাতায়াত বরাবরই বেশি থাকে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আহতদের যথাসম্ভব তৎক্ষণাৎ চিকিৎসা এবং নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে, বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে। শিলিগুড়িতে বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন। মা ও শাবক দু’জনেই সুস্থ, খুশি বনদপ্তর ও জু কর্তৃপক্ষ।

১০ ডিগ্রির ঘরেই কলকাতার পারদ, কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে বাংলা, আর কতদিন চলবে?

চলতি মরসুমের শীতলতম দিন কলকাতায়, পারদ নেমেছে ১০.২ ডিগ্রিতে। কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে দক্ষিণবঙ্গ। শনিবার পর্যন্ত ঠান্ডা ও ঘন কুয়াশার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।