নৈনিতাল: উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার ভীমতালে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং বহু যাত্রী আহত হয়েছেন। বুধবার সকালে পর্যটকদের জনপ্রিয় এই স্থানে প্রায় ২৫ জন যাত্রীসহ একটি রোডওয়েজ বাস গভীর গিরিখাতে পড়ে যায়।
প্রশাসনের মতে, বাসটি হালদোয়ানির দিকে যাচ্ছিল। ভীমতালের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি গভীর গিরিখাতে গড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকর্মীরা আহতদের নিরাপদে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কাজ চালিয়ে যাচ্ছেন।
প্রশাসনের প্রতিক্রিয়া
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনার খবর পেয়ে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক বার্তায় বলেন, “ভীমতালের কাছে বাস দুর্ঘটনার খবর অত্যন্ত মর্মান্তিক। স্থানীয় প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।”
উদ্ধার অভিযান ও আহতদের অবস্থা
স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে দুর্ঘটনাস্থলে বিশাল উদ্ধার অভিযান চলছে। আহতদের কাছাকাছি হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ভীমতাল: একটি পর্যটন কেন্দ্র
ভীমতাল, নৈনিতাল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই স্থানে পর্যটকদের যাতায়াত বরাবরই বেশি থাকে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আহতদের যথাসম্ভব তৎক্ষণাৎ চিকিৎসা এবং নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
#WATCH | Uttarakhand | A team of SDRF team is carrying out a rescue operation at the Bhimtal bus accident site along with local police and the Fire Department pic.twitter.com/cqvFvFjzNy
— ANI (@ANI) December 25, 2024