Homeশিক্ষা ও কেরিয়ারএ বার প্রাথমিক শিক্ষায় সেমিস্টার পদ্ধতির ঘোষণা, প্রতি ক্লাসে দু'বার পরীক্ষা

এ বার প্রাথমিক শিক্ষায় সেমিস্টার পদ্ধতির ঘোষণা, প্রতি ক্লাসে দু’বার পরীক্ষা

প্রকাশিত

এ বার থেকে প্রাথমিক বিদ্যালয়ে বছরে একবার নয়, দু’বার করে পরীক্ষা হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ঘোষণা করল শুক্রবার। ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই নতুন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। এই পরিবর্তনটি সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতার জন্য ছোট থেকে শিক্ষার্থীদের প্রস্তুত করার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল।

শুক্রবার সাংবাদিক বৈঠকে গৌতম পাল জানান, ২০২৫ থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষায় বসবে। প্রথম সেমিস্টার পরীক্ষা জুন মাসে হবে, এবং প্রতি ক্লাসেই দু’বার পরীক্ষা নেওয়া হবে—একটি জানুয়ারি থেকে জুন, আর দ্বিতীয়টি জুলাই থেকে ডিসেম্বর। এছাড়া, প্রশ্নপত্র প্রস্তুতির দায়িত্ব আর স্কুলের হাতে থাকবে না, পর্ষদই রাজ্যজুড়ে একক প্রশ্নপত্র তৈরি করবে। তবে খাতা দেখবেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা।

এছাড়া, পাঠ্যক্রম কাঠামোরও পরিবর্তন আনা হচ্ছে। পুরো শিক্ষাবর্ষকে দুই ভাগে ভাগ করা হয়েছে, জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর। এই নতুন পদ্ধতি সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন গৌতম পাল।

এটি জাতীয় শিক্ষা নীতির ভিত্তিতে তৈরি করা হয়েছে এবং এনসিইআরটি দ্বারা একটি নতুন কারিকুলাম ফ্রেমওয়ার্ক গৃহীত হয়েছে। ২০০৯ সালের রাইট টু এডুকেশন আইন অনুসারে, পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘নো ডিটেনশন’ পলিসি চালু থাকবে। প্রাক-প্রাথমিক পর্যায়ে ক্রেডিট ফ্রেমওয়ার্কে পরিবর্তন আসবে না। প্রথম ও দ্বিতীয় শ্রেণির জন্য ৮০০ ঘণ্টা এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির জন্য ১০০০ ঘণ্টা ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছেন, “সরকারের সাহায্যে আমরা এ ধরনের সাহসী পদক্ষেপ নিতে পেরেছি। ছোট বয়স থেকেই এ ধরনের মূল্যায়ন পদ্ধতির মধ্যে গেলে ভবিষ্যতে কোনও অসুবিধা হবে না।” ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার বলেন, “আমরা চাই বুনিয়াদি শিক্ষা আরও শক্তিশালী হোক। শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শিগগিরই শুরু হবে।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি, ১৯৪১ জন ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, অনলাইনে আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল নতুন বিজ্ঞপ্তি। ১৯৪১ জন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে নতুন প্রার্থীদের মধ্যে থেকে। কর্মরতদের থেকে নিয়োগ হবে আরও ৮০০ জন। আবেদনপত্র জমা নেওয়া হবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

নদিয়ায় ৪০ স্নাতকের চাকরি, কমিউনিটি অডিটর নিয়োগে বিজ্ঞপ্তি জারি

নদিয়ায় কমিউনিটি অডিটর পদে ৪০ জন স্নাতক নিয়োগ করবে জেলা প্রশাসন। আবেদন করতে হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে। বিস্তারিত তথ্য মিলবে nadia.gov.in ওয়েবসাইটে।

উচ্চমাধ্যমিকেও স্বচ্ছতার পথে বড় পদক্ষেপ, প্রকাশ হবে পরীক্ষার্থীদের ওএমআর শিট

প্রথম সেমেস্টারের ফল ঘোষণার ৭২ ঘণ্টা পর থেকে দেখা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ওএমআর শিট। সংসদ বলছে, পরীক্ষায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ।