Homeশিক্ষা ও কেরিয়ারএ বার প্রাথমিক শিক্ষায় সেমিস্টার পদ্ধতির ঘোষণা, প্রতি ক্লাসে দু'বার পরীক্ষা

এ বার প্রাথমিক শিক্ষায় সেমিস্টার পদ্ধতির ঘোষণা, প্রতি ক্লাসে দু’বার পরীক্ষা

প্রকাশিত

এ বার থেকে প্রাথমিক বিদ্যালয়ে বছরে একবার নয়, দু’বার করে পরীক্ষা হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ঘোষণা করল শুক্রবার। ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই নতুন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। এই পরিবর্তনটি সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতার জন্য ছোট থেকে শিক্ষার্থীদের প্রস্তুত করার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল।

শুক্রবার সাংবাদিক বৈঠকে গৌতম পাল জানান, ২০২৫ থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষায় বসবে। প্রথম সেমিস্টার পরীক্ষা জুন মাসে হবে, এবং প্রতি ক্লাসেই দু’বার পরীক্ষা নেওয়া হবে—একটি জানুয়ারি থেকে জুন, আর দ্বিতীয়টি জুলাই থেকে ডিসেম্বর। এছাড়া, প্রশ্নপত্র প্রস্তুতির দায়িত্ব আর স্কুলের হাতে থাকবে না, পর্ষদই রাজ্যজুড়ে একক প্রশ্নপত্র তৈরি করবে। তবে খাতা দেখবেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা।

এছাড়া, পাঠ্যক্রম কাঠামোরও পরিবর্তন আনা হচ্ছে। পুরো শিক্ষাবর্ষকে দুই ভাগে ভাগ করা হয়েছে, জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর। এই নতুন পদ্ধতি সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন গৌতম পাল।

এটি জাতীয় শিক্ষা নীতির ভিত্তিতে তৈরি করা হয়েছে এবং এনসিইআরটি দ্বারা একটি নতুন কারিকুলাম ফ্রেমওয়ার্ক গৃহীত হয়েছে। ২০০৯ সালের রাইট টু এডুকেশন আইন অনুসারে, পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘নো ডিটেনশন’ পলিসি চালু থাকবে। প্রাক-প্রাথমিক পর্যায়ে ক্রেডিট ফ্রেমওয়ার্কে পরিবর্তন আসবে না। প্রথম ও দ্বিতীয় শ্রেণির জন্য ৮০০ ঘণ্টা এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির জন্য ১০০০ ঘণ্টা ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছেন, “সরকারের সাহায্যে আমরা এ ধরনের সাহসী পদক্ষেপ নিতে পেরেছি। ছোট বয়স থেকেই এ ধরনের মূল্যায়ন পদ্ধতির মধ্যে গেলে ভবিষ্যতে কোনও অসুবিধা হবে না।” ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার বলেন, “আমরা চাই বুনিয়াদি শিক্ষা আরও শক্তিশালী হোক। শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শিগগিরই শুরু হবে।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

জমি-বাড়ি কিনলেই স্বয়ংক্রিয়ভাবে পুর-মিউটেশন! নতুন নিয়ম আনছে রাজ্য সরকার

জমি-বাড়ি কেনাবেচায় আর নয় পুরসভার দৌড়ঝাঁপ। রেজিস্ট্রেশনের সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে পুর-মিউটেশন। নতুন এই ব্যবস্থা আনছে রাজ্য সরকার, যাতে হয়রানি কমে ও কর সংগ্রহ বাড়ে।

বিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না: হরমনপ্রীত কৌর

খবর অনলাইন ডেস্ক: দু’দিন আগেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা...

নভেম্বর থেকে বড় পরিবর্তন! স্কুল ফি, ওয়ালেট রিচার্জে নতুন চার্জ চালু করল SBI কার্ড

নভেম্বর ১ থেকে SBI কার্ডে বড়সড় পরিবর্তন। স্কুল ও কলেজ ফি, ডিজিটাল ওয়ালেট রিচার্জে লাগবে অতিরিক্ত ১% চার্জ। জেনে নিন নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং কীভাবে বাঁচবেন বাড়তি খরচ থেকে।

আরও পড়ুন

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।