Homeশিল্প-বাণিজ্যবিএসএনএল-এর আর্থিক সঙ্কট নিয়ে ম্যানেজমেন্টকে কাঠগড়ায় তুলছে কর্মী সংগঠন, দ্বিতীয় স্বেচ্ছাবসর প্রকল্পের...

বিএসএনএল-এর আর্থিক সঙ্কট নিয়ে ম্যানেজমেন্টকে কাঠগড়ায় তুলছে কর্মী সংগঠন, দ্বিতীয় স্বেচ্ছাবসর প্রকল্পের বিরোধিতা

প্রকাশিত

সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল-এর আর্থিক সঙ্কটের জন্য ম্যানেজমেন্ট এবং ভুল নীতিগুলিকে কাঠগড়ায় তুলছে সংস্থার কর্মী সংগঠন বিএসএনএলইইউ। রাজস্ব বাড়ানোর কাজে ব্যর্থতার জন্য ম্যানেজমেন্টকে দোষারোপ করেছে এবং দ্বিতীয়বার স্বেচ্ছাবসর (ভিআরএস) প্রকল্প আনার সিদ্ধান্তকে বাতিল করার দাবি জানিয়েছে কর্মীসংগঠন।

খবরে জানা গেছে, বিএসএনএল-এর ম্যানেজমেন্ট ৩৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে দ্বিতীয় স্বেচ্ছাবসর প্রকল্পের মাধ্যমে। ২০২০ সালে প্রথম স্বেচ্ছাবসর প্রকল্পে ৮০,০০০ কর্মী স্বেচ্ছাবসর নিয়েছিলেন, যা প্রাথমিক লক্ষ্য ৩০,০০০–৩৫,০০০-এর দ্বিগুণের বেশি।

বিএসএনএলইইউ-র সাধারণ সম্পাদক পি অভিমন্যু সংবাদ মাধ্যমের কাছে বলেন, “বিএসএনএল-এর আর্থিক সমস্যার কারণ কর্মীর সংখ্যা নয়, বরং ম্যানেজমেন্টের রাজস্ব বাড়ানোর অক্ষমতা। আমরা দ্বিতীয় স্বেচ্ছাবসর প্রকল্প বাতিলের দাবি জানাচ্ছি।”

বিএসএনএল-এ বর্তমানে ২৯,৭৫০ জন আধিকারিক এবং ২৬,৪৩৫ জন কর্মচারী রয়েছেন। বিএসএনএলইইউ জানায়, নীতিগত ত্রুটি এবং ম্যানেজমেন্টের ব্যর্থতা বিএসএনএল-এর পুনরুজ্জীবনের প্রধান বাধা। তারা উদাহরণ হিসেবে এমটিএনএল-এর কথা উল্লেখ করে বলে, বারবার স্বেচ্ছাবসর চালু করেও এমটিএনএল-কে আর্থিক সঙ্কট থেকে বাঁচানো যায়নি।

বিএসএনএল তাদের আয়ের ৩৮ শতাংশ কর্মীদের বেতনে খরচ করে, যেখানে বেসরকারি সংস্থা জিও এবং এয়ারটেল এই খাতে এক অঙ্কের শতাংশ খরচ করে। বিএসএনএলইইউ জানিয়েছে, বেসরকারি সংস্থাগুলি অনেক বেশি আয় করে, তাই তাদের বেতনের খরচ তুলনামূলকভাবে কম।

বিএসএনএল ২০১৯, ২০২২ এবং ২০২৩ সালে পুনরুজ্জীবন প্যাকেজ পেলেও রাজস্ব বাড়াতে ব্যর্থ হয়েছে। যেখানে জিও এবং এয়ারটেল সারা দেশে ফাইভ-জি পরিষেবা চালু করেছে, সেখানে বিএসএনএল এখনও পুরনো টু-জি ও থ্রি-জি পরিষেবার উপর নির্ভর করছে।

ফোর-জি সরঞ্জাম স্থাপনে দেরির কারণে বিএসএনএল গ্রাহক হারিয়েছে এবং আয়ের ক্ষতি হয়েছে। টিসিএস সরবরাহ করা ফোর-জি সরঞ্জামের গুণমান নিয়েও অভিযোগ উঠেছে। বিএসএনএল-এর কর্মী সংগঠন জানিয়েছে, “যেখানে ফোর-জি ইনস্টল হয়েছে, সেখানেও খারাপ ভয়েস এবং ডেটা পরিষেবা চলছে।”

বিএসএনএল-কে আন্তর্জাতিক সরবরাহকারীদের কাছ থেকে ফোর-জি সরঞ্জাম কেনার অনুমতি না দিয়ে শুধু দেশীয় সরবরাহকারীদের কাছ থেকে কেনার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। কর্মী সংগঠনগুলি বলেছে, এতে বিএসএনএল প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।

এআইজিইটিওএ-ও দ্বিতীয় স্বেচ্ছাবসর বিরোধিতা করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক রাভিল শিল ভার্মা বলেন, “পরিকল্পনার আগে কর্মীদের বেতন, পেনশন, পদোন্নতি এবং অন্যান্য দীর্ঘদিনের সমস্যার সমাধান করা উচিত।”

ভার্মা আরও জানান, যদি কর্মীরা এখন স্বেচ্ছাবসর গ্রহণ করেন, তবে তাঁরা মাত্র ৩,০০০–৪,০০০ টাকা পেনশন পাবেন, যা অত্যন্ত কম। তিনি বলেন, “যথাযথ পেনশন এবং সামাজিক সুরক্ষা ছাড়া স্বেচ্ছাবসর প্রকল্প বিএসএনএল কর্মীদের প্রতি আরেকটি অবিচার।”

দুই কর্মী সংগঠনই জানায়, বিএসএনএল-এর পুনরুজ্জীবন নিশ্চিত করতে প্রথমে নীতিগত ত্রুটি, অদক্ষতা এবং প্রযুক্তিগত উন্নতির দেরি দূর করা প্রয়োজন। তারপরে কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া উচিত।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘চারদিকে শুধু রক্ত!’ লন্ডনগামী ট্রেনে ছুরি নিয়ে হামলা! ১০ জন আহত, ২ অভিযুক্ত গ্রেফতার

লন্ডনগামী ট্রেনে চলন্ত অবস্থায় ছুরিকাঘাতে আতঙ্ক! ১০ জন আহত, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

বাংলাদেশি সন্দেহে কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে মারধর! বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের নদিয়ায়

বাংলাদেশি সন্দেহে নদিয়ার এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। জখম কৃষক রফিকুল মোল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন, ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে চাপড়া সীমান্তে।

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

আরও পড়ুন

নভেম্বর থেকে বড় পরিবর্তন! স্কুল ফি, ওয়ালেট রিচার্জে নতুন চার্জ চালু করল SBI কার্ড

নভেম্বর ১ থেকে SBI কার্ডে বড়সড় পরিবর্তন। স্কুল ও কলেজ ফি, ডিজিটাল ওয়ালেট রিচার্জে লাগবে অতিরিক্ত ১% চার্জ। জেনে নিন নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং কীভাবে বাঁচবেন বাড়তি খরচ থেকে।

দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের মুনাফা গত বছরের তুলনায় ৮৮% কমে ১১২ কোটি টাকা, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের বন্ধন ব্যাঙ্ক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।