Homeশিল্প-বাণিজ্যঘুষকাণ্ডে আমেরিকায় গৌতম আদানির বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা চলবে একসঙ্গে

ঘুষকাণ্ডে আমেরিকায় গৌতম আদানির বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা চলবে একসঙ্গে

প্রকাশিত

ঘুষ কাণ্ডে অভিযুক্ত শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকায় দেওয়ানি ও ফৌজদারি মামলা একসঙ্গে চলবে। শুক্রবার নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে ডিস্ট্রিক্ট জজ নিকোলাস জি গারাফিস এই নির্দেশ দিয়েছেন। এই মামলার বিচারের দায়িত্বও তাঁর হাতে।

অভিযোগের বিস্তারিত

অভিযোগ, আদানি গ্রিন এনার্জি লিমিটেড (এজিএল) অন্ধ্রপ্রদেশ-সহ ভারতের বিভিন্ন রাজ্যে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পাওয়ার জন্য সরকারি আধিকারিকদের, যাঁদের মধ্যে মন্ত্রী ও জনপ্রতিনিধিরাও রয়েছেন, ২৬.৫ কোটি ডলার (প্রায় ২০২৯ কোটি টাকা) ঘুষ দিয়েছে।

মূল অভিযোগ

আমেরিকার ঘুষ বিরোধী আইন ‘ফরেন কোরাপ্ট প্র্যাক্টিসেস অ্যাক্ট’ (এফসিপিএ) লঙ্ঘন।

শেয়ার এবং ঋণপত্র সংক্রান্ত প্রতারণা।

বৈদ্যুতিন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারণার ষড়যন্ত্র।

এই সব অভিযোগের ভিত্তিতে আমেরিকার ন্যায়বিচার দফতর (ডিপার্টমেন্ট অফ জাস্টিস) এবং মার্কেট রেগুলেটর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) যথাক্রমে ফৌজদারি এবং দেওয়ানি মামলার অভিযোগপত্র দাখিল করেছে।

ঘুষ ও প্রতারণার অভিযোগ

২০২৩ সালের ২১ নভেম্বর এসইসি এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিস প্রমাণ-সহ অভিযোগপত্র পেশ করে। সেখানে গৌতম আদানি, তাঁর ভাইপো সাগর আদানি, এবং সংস্থার ডিরেক্টর বিনীত জৈন-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, তাঁরা ভারতের বিভিন্ন রাজ্যে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পাওয়ার জন্য ঘুষ দিয়েছেন এবং তথ্য গোপন করে আমেরিকার ব্যাঙ্ক ও লগ্নিকারীদের থেকে প্রকল্পের জন্য কোটি কোটি টাকা তুলেছেন।

আদালতের নির্দেশ

নিউ ইয়র্কের আদালত আদানির বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি মামলাগুলি একসঙ্গে শুনানির নির্দেশ দিয়েছে। তদন্তকারীদের অভিযোগ, এই প্রতারণার মাধ্যমে আদানিরা ২০ বছরে ২০০ কোটি ডলার (প্রায় ১৬,৯০০ কোটি টাকা) মুনাফার পরিকল্পনা করেছিলেন।

আদানি গোষ্ঠীর প্রতিক্রিয়া

আদানি গোষ্ঠী এই অভিযোগগুলি অস্বীকার করেছে। তারা দাবি করেছে, গৌতম ও সাগরের বিরুদ্ধে সরাসরি ঘুষ দেওয়ার অভিযোগ আনা হয়নি। শুধুমাত্র তথ্য গোপন করে প্রতারণার অভিযোগ আনা হয়েছে, যার শাস্তি সাধারণত জরিমানা।

এই মামলাগুলি আদানি গোষ্ঠীর সুনাম এবং আন্তর্জাতিক কার্যকলাপের ওপর কী প্রভাব ফেলবে, তা নিয়ে আলোচনা চলছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।