Homeশিল্প-বাণিজ্যডাকঘরে প্রতারণা রুখতে আধার যাচাইকরণে লেনদেন, চালু হচ্ছে ই-কেওয়াইসি

ডাকঘরে প্রতারণা রুখতে আধার যাচাইকরণে লেনদেন, চালু হচ্ছে ই-কেওয়াইসি

প্রকাশিত

ডাকঘরে প্রতারণা বন্ধ করতে ও সেবার মান উন্নত করতে আধার যাচাইকরণ চালু করল ডাক বিভাগ। আগামী ৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হচ্ছে এই প্রক্রিয়া। এখন থেকে নতুন অ্যাকাউন্ট খোলার পাশাপাশি লেনদেনেও আধার ভিত্তিক ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হবে।

ডাক বিভাগের তরফে জানানো হয়েছে, আধার যাচাইকরণের মাধ্যমে গ্রাহকের পরিচয় নিশ্চিত হবে এবং কাগুজে নথি ব্যবহারের ঝামেলা অনেকটাই কমবে। নতুন নিয়ম অনুযায়ী, ই-কেওয়াইসি ব্যবস্থায় টাকা জমা দিতে কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। তবে টাকা তোলার ক্ষেত্রে সর্বাধিক ৫,০০০ টাকা পর্যন্ত সীমা রাখা হয়েছে। এক মাসে এইভাবে সর্বোচ্চ ৫০,০০০ টাকা তোলা যাবে। বেশি টাকা তোলার জন্য পুরনো পদ্ধতিই অনুসরণ করতে হবে।

প্রথম পর্যায়ে প্রক্রিয়া

ডাকঘরে আধার যাচাইকরণ চালু করার জন্য সফটওয়্যারে আংশিক পরিবর্তন আনা হয়েছে। ই-কেওয়াইসি পদ্ধতিতে গ্রাহকের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং ঠিকানা—এই পাঁচটি তথ্য সরাসরি UIDAI-এর মাধ্যমে নিশ্চিত হবে। যদি কোনও অসঙ্গতি থাকে, তবে আধার আপডেট করিয়ে পুনরায় আবেদন করতে হবে।

পাইলট প্রকল্পের সফলতা

গত ২৬ নভেম্বর থেকে একটি পাইলট প্রকল্প হিসাবে এই প্রক্রিয়া চালু হয়। তা সফল হওয়ায় এবার দেশব্যাপী এটি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডাক বিভাগ কাগুজে নথি ব্যবহারের ঝামেলা কমানো এবং প্রতারণার ঘটনা শূন্যে নামিয়ে আনতে চায়। আধার যাচাইকরণ ও বায়োমেট্রিক ব্যবস্থার মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব বলে মনে করছে কর্তৃপক্ষ।

ই-কেওয়াইসি চালু হওয়ার ফলে ডাকঘরের গ্রাহক পরিষেবার মান যেমন উন্নত হবে, তেমনই প্রতারণার আশঙ্কাও কার্যত নির্মূল হবে বলে আশা করা হচ্ছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের মুনাফা গত বছরের তুলনায় ৮৮% কমে ১১২ কোটি টাকা, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের ব্যান্ডন ব্যাংক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।