Homeখবরবাংলাদেশ'যুদ্ধের প্রস্তুতি সবসময় প্রয়োজন,' বাংলাদেশ সেনাবাহিনীর মহড়ায় মুহাম্মদ ইউনূস

‘যুদ্ধের প্রস্তুতি সবসময় প্রয়োজন,’ বাংলাদেশ সেনাবাহিনীর মহড়ায় মুহাম্মদ ইউনূস

প্রকাশিত

রবিবার বাংলাদেশের রাজবাড়ি জেলার খাপুড়া ও চর রামনগর মিলিটারি ট্রেনিং এরিয়ায় সেনাবাহিনীর মহড়ায় যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। মহড়ায় অংশ নিয়ে তিনি বলেন, “যে কোনও মুহূর্তে প্রয়োজনে পূর্ণ সাহস ও প্রস্তুতি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়। মহড়া থেকেই যুদ্ধের বাস্তব প্রস্তুতির শুরু। সেনাবাহিনীর লক্ষ্য হল সব পরিস্থিতিতে দেশকে রক্ষা করা এবং বিজয়ী হওয়া।”

দুপুর ১২টার কিছু আগে হেলিকপ্টারে ঢাকা থেকে রওনা দিয়ে দুপুর ১২টা ৩৬ মিনিটে মহড়াস্থলে পৌঁছান মুহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

মহড়ার শেষে নিজের বক্তব্যে ইউনূস বলেন, “একজন শান্তিকামী মানুষ হিসেবে আমি যুদ্ধের চেয়ে শান্তির মহড়া দেখতে বেশি আনন্দ পাই। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সামরিক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

প্রায় এক ঘণ্টার মহড়ায় সেনাবাহিনীর বিভিন্ন কৌশল ও যুদ্ধ সক্ষমতা প্রদর্শিত হয়। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মতে, এই মহড়া শুধু প্রস্তুতির অংশ নয়, বরং জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার একটি শক্তিশালী বার্তা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

আরও পড়ুন

ঢাকায় জয়শঙ্করের সফর ‘সৌজন্যমূলক’, রাজনৈতিক বার্তা খোঁজা ঠিক নয়: বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

খালেদা জিয়ার জানাজায় ঢাকায় এসে শেষ শ্রদ্ধা জানান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই সফরকে রাজনৈতিক বা আন্তঃরাষ্ট্রীয় বার্তা হিসেবে না দেখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বাংলাদেশে আরও এক সংখ্যালঘু খুন; সহকর্মীর গুলিতে নিহত বজেন্দ্র বিশ্বাস, গ্রেপ্তার অভিযুক্ত আনসার সদস্য

ময়মনসিংহে পোশাক কারখানায় সহকর্মীর গুলিতে নিহত সংখ্যালঘু নাগরিক বজেন্দ্র বিশ্বাস। অভিযুক্ত আনসার সদস্য গ্রেপ্তার। তদন্তে নেমেছে পুলিশ।

স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন; নিরাপত্তার কারণে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খালেদা জিয়াকে। নিরাপত্তার কারণে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে।