Homeখবররাজ্যভারতীয় মৎস্যজীবীদের লাঠিপেটা করা হয়েছে বাংলাদেশে, গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী

ভারতীয় মৎস্যজীবীদের লাঠিপেটা করা হয়েছে বাংলাদেশে, গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী

প্রকাশিত

গঙ্গাসাগরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বাংলাদেশের জেলে বন্দি থাকা ভারতীয় মৎস্যজীবীদের উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। তিনি বলেন, “আমাদের মৎস্যজীবীদের জেলে লাঠিপেটা করা হয়েছে। ফলে কয়েকজনের কোমর থেকে পা পর্যন্ত চোট রয়েছে।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমরা ৯৫ জন মৎস্যজীবীকে মুক্ত করে আনতে পেরেছি। তাঁদের অনেকে আহত অবস্থায় রয়েছেন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। তবে এক মৎস্যজীবী, ভয়ে লাফ দিয়ে মারা যান। তাঁর পরিবারকে আমরা ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দিয়েছি। মুক্তিপ্রাপ্ত মৎস্যজীবীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।”

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। আমরা দুই দেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক বজায় রাখতে চাই। কিন্তু মৎস্যজীবীরা পরিস্থিতির শিকার হচ্ছেন। তাঁদের সুরক্ষার জন্য আমরা একটি বিশেষ কার্ড চালু করেছি, যার মাধ্যমে তাঁদের অবস্থান ট্র্যাক করা যায়। এই উদ্যোগের ফলে আমরা জানতে পারি যে তাঁরা কোন জায়গায় আটক রয়েছেন এবং মুক্তির জন্য উদ্যোগ নিতে পারি।”

মুখ্যমন্ত্রী সতর্ক করেন মৎস্যজীবীদের, “জলের মধ্যে অনেক সময় সীমানা বুঝতে না পারলেও, মহাজন ও ট্রলার মালিকদের বলব যাতে সীমানা অতিক্রম না করা হয়। এতে দুই দেশের মধ্যে অশান্তি এড়ানো সম্ভব হবে। বাংলাদেশের ট্রলার এখানে ঢুকে গেছিল। তাঁদের আমরা চিকিৎসা করাই, যত্ন করে রেখেছিলাম। তখন ওঁরা বুঝতে পেরেছে।”

এছাড়াও, মৎস্যজীবীদের কল্যাণে রাজ্য সরকারের নেওয়া ‘সমুদ্র সাথী’ প্রকল্পের কথা উল্লেখ করেন মমতা। তিনি জানান, “এই প্রকল্পের মাধ্যমে ২ লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন।”

মুখ্যমন্ত্রীর এই অভিযোগ দুই দেশের সম্পর্কের উপর কী প্রভাব ফেলবে, তা নিয়ে কূটনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

আরও পড়ুন

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।