Homeরাজ্যদঃ ২৪ পরগনাসুন্দরবনের কুলতলিতে ফের বাঘের আতঙ্ক, লাঠি হাতে পাহারায় গ্রামবাসী

সুন্দরবনের কুলতলিতে ফের বাঘের আতঙ্ক, লাঠি হাতে পাহারায় গ্রামবাসী

প্রকাশিত

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: সুন্দরবনের কুলতলির মৈপীঠ উপকূল থানার দক্ষিণ বৈকুণ্ঠপুর এলাকায় ফের দেখা মিলল বাঘের। শীতের শুরু থেকেই কুলতলি ও মৈপীঠের বিভিন্ন এলাকায় বাঘ লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা বাড়ছে। সোমবার দক্ষিণ বৈকুণ্ঠপুর এলাকায় আবারও বাঘের উপস্থিতি টের পান স্থানীয় এক বাসিন্দা।

বাঘের হামলায় একটি গবাদি পশু মারা যাওয়ার ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিদ্যাধরী নদীর পাশে ড্রেনের মুখে বাঘটি আক্রমণ চালায় বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে নদীর চড়ে বাঘের পায়ের ছাপও দেখা যায়।

ঘটনার খবর পেয়ে মৈপীঠ উপকূল থানার ওসি শান্তনু বিশ্বাসের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায় এবং বন দফতরকে খবর দেয়। রায়দিঘি রেঞ্জ অফিস ও নলগোড়া বিট অফিস থেকে বনকর্মীরা এসে বাঘের খোঁজে তল্লাশি শুরু করেন।

বাঘটি জঙ্গলে ফিরে গিয়েছে নাকি লোকালয়ে লুকিয়ে আছে, তা বোঝার চেষ্টা করছেন বনকর্মীরা। গ্রামবাসীরা টাইগার টিমের সঙ্গে লাঠি হাতে পাহারা দিচ্ছেন এবং বন দফতরের সহায়তায় নাইলনের জাল দিয়ে পুরো এলাকা ঘিরে ফেলা হচ্ছে।

স্থানীয়রা জানান, শীতকালে নদী ও খালে জল কম থাকার কারণে বাঘ সহজেই জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। উপরন্তু, এলাকায় বিদ্যুৎ না থাকায় বাঘ ঢোকার ঘটনা নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে।

বন দফতরের কর্মীরা জানিয়েছেন, আতঙ্কের কারণ নেই। তাঁরা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন এবং গ্রামবাসীদের সচেতন থাকতে বলেছেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

আরও পড়ুন

সুন্দরবনে ২৩ জানুয়ারি থেকে শুরু পাখি উৎসব, চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত; আবেদন প্রক্রিয়া শুরু করলো এসটিআর

২০২৬ সালের ২৩–২৭ জানুয়ারি সুন্দরবনে অনুষ্ঠিত হবে পাখি উৎসব। ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে সুন্দরবন টাইগার রিজার্ভ। ১৪৫ প্রজাতির পাখি ও ৫ হাজারের বেশি দর্শনের রেকর্ডের পর এবার আরও বেশি সাড়া আশা করছে বনদফতর। আবেদন করা যাবে ২১ ডিসেম্বর পর্যন্ত।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

বাঘশুমারির কারণে ১১ ও ১২ ডিসেম্বর বন্ধ থাকছে সুন্দরবনের জলপথ ভ্রমণ

ডিসেম্বরের ১১ ও ১২ তারিখ সুন্দরবনে বন্ধ থাকছে জলপথে পর্যটন। বাঘশুমারির প্রথম পর্যায়ের কাজ চলবে এই দুই দিনে। পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে টাইগার রিজ়ার্ভ কর্তৃপক্ষ।