Homeখবরদেশতিব্বতে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু অন্তত ১২৬ জনের, কম্পন অনুভূত ভারত-সহ একাধিক দেশে

তিব্বতে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু অন্তত ১২৬ জনের, কম্পন অনুভূত ভারত-সহ একাধিক দেশে

প্রকাশিত

মঙ্গলবার সকালে তিব্বতের বিস্তীর্ণ অঞ্চল পরপর ছ’টি ভূমিকম্পে কেঁপে ওঠে। এর মধ্যে একটি ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.১, যা সবচেয়ে শক্তিশালী বলে উল্লেখ করা হয়েছে। এখনও পর্যন্ত এই প্রাকৃতিক বিপর্যয়ে অন্তত ১২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং আহত হয়েছেন ৩৮ জন।

ভূমিকম্পের উৎসস্থল ছিল তিব্বতের শিজাং প্রদেশে, যা নেপাল-তিব্বত সীমান্তের কাছে অবস্থিত। চিনের সরকারি সংবাদ সংস্থা শিংহুয়া জানিয়েছে, ভূমিকম্পটি মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষক সংস্থা (USGS) জানিয়েছে, এটি ভারত ও ইউরেশিয়া প্লেটের সংঘর্ষস্থলে ঘটে, যা হিমালয়ের উচ্চতা পরিবর্তনে প্রভাব ফেলতে পারে।

প্রথম ভূমিকম্পটি সকাল ৬টা ৩৫ মিনিটে ঘটে, যার তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.১। এর কিছুক্ষণ পর সকাল ৭টা ০২ মিনিটে ৪.৭ মাত্রার এবং সকাল ৭টা ০৭ মিনিটে ৪.৯ মাত্রার আরও দুটি ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্র শিজাং প্রদেশের এপিসেন্টারটি তিব্বতের রাজধানী লাসা থেকে ৩৮০ কিলোমিটার দূরে এবং শিগাতসে শহর থেকে ২৩ কিলোমিটার দূরে অবস্থিত।

এই শক্তিশালী ভূমিকম্পের কম্পন নেপাল, ভুটান এবং ভারতের একাধিক অঞ্চলে অনুভূত হয়। বিহারের রাজধানী পটনা ছাড়াও মুজফফরপুর, সমস্তিপুর, পুর্নিয়া, ভাগলপুর ও মুঙ্গেরে কম্পন টের পাওয়া যায়। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেও কম্পন অনুভূত হয়।

নেপালের রাজধানী কাঠমান্ডুতেও এই ভূমিকম্পের প্রভাব পড়ে। আতঙ্কিত বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। চিনের শিগাতসে শহর ও আশেপাশের অঞ্চলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। চিনের প্রশাসন এবং উদ্ধারকারী দল ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য কাজ চালিয়ে যাচ্ছে।

এই ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ চলছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

আরও পড়ুন

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।