Homeখবররাজ্যমেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনায় ১২ চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা

মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনায় ১২ চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা

প্রকাশিত

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রসূতি মামনি রুইদাসের মৃত্যুর ঘটনায় ১২ জন চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ। শুক্রবার গাফিলতির অভিযোগে তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়।

গত ৮ জানুয়ারি কেশপুরের বাসিন্দা মামনি রুইদাস পুত্রসন্তানের জন্ম দেন মেদিনীপুর মেডিক্যাল কলেজে। ৯ জানুয়ারি রাতে তাঁর মৃত্যুর পর অভিযোগ ওঠে, রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের বিষক্রিয়ার কারণেই এই মৃত্যু। তবে তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য।

স্বাস্থ্যদপ্তরের নির্দেশে গঠিত ১৩ সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী, মৃত্যুর কারণ স্যালাইনের বিষক্রিয়া নয়, বরং অপারেশন থিয়েটারে দায়িত্বশীল চিকিৎসকদের অনুপস্থিতি এবং জুনিয়র ডাক্তারদের ভুল চিকিৎসা। জানা যায়, ঘটনার দিন কোনও RMO বা সিনিয়র চিকিৎসক উপস্থিত ছিলেন না। অ্যানাস্থেশিয়া থেকে প্রসূতির ডেলিভারি – সবই করেছিলেন অভিজ্ঞতা কম থাকা ডাক্তাররা।

এই রিপোর্টের ভিত্তিতে মেদিনীপুর মেডিক্যালের সুপার-সহ অভিযুক্ত ১২ চিকিৎসককে সাসপেন্ড করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, সিআইডির মাধ্যমে এই ঘটনার তদন্তের নির্দেশও দেন তিনি। শুক্রবার কোতোয়ালি থানায় গাফিলতি, সরকারি কর্মচারী হিসেবে দায়িত্বে অবহেলা এবং অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করা হয়।

আজ সিআইডি কর্মকর্তারা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে নতুন সুপার ইন্দ্রলীন সেনের সঙ্গে দেখা করেন এবং তথ্য সংগ্রহ করেন।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “সিনিয়র চিকিৎসকরা দায়িত্ব না নিয়ে জুনিয়র ডাক্তারদের উপর চাপিয়ে দিয়েছিলেন। তাঁদের এই গাফিলতির ফলেই প্রসূতির মৃত্যু হয়েছে। হাসপাতালের অন্যান্য ইউনিটে একই স্যালাইন ব্যবহৃত হয়েছে, তাতে কোনো সমস্যা হয়নি। এটা স্পষ্টভাবে ‘হিউম্যান এরর।’”

এই ঘটনায় চিকিৎসা পরিষেবার গাফিলতির বিষয়টি নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক তুঙ্গে। রাজ্য সরকারের সাপেন্ডের সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকে প্রতিবাদ শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের অভিযোগ গোটা ঘটনার দায়, চাপিয়ে দেওয়া হচ্ছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা

কলকাতা: সুদীপ ঘরামির দ্বিতীয় টানা অর্ধশতক ও অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ধৈর্যশীল ইনিংসের দৌলতে গুজরাতের...

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

আরও পড়ুন

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

সোনালী সহ ৬ জনকে বাংলাদেশে থেকে ফেরানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র

কলকাতা হাইকোর্টের রায়ে সুনালি খাতুন ও আরও পাঁচজনকে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র। গর্ভবতী সুনালি ও দুই শিশুসন্তানসহ পরিবারের দুরবস্থা নিয়ে আলোড়ন।