Homeখবররাজ্যআরজি কর কাণ্ড: চিকিৎসকের ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়...

আরজি কর কাণ্ড: চিকিৎসকের ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়, সাজা সোমবার

আরজি কর হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদহ আদালত। সিবিআই-এর চার্জশিটের ভিত্তিতে রায়। শাস্তি ঘোষণা সোমবার।

প্রকাশিত

আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদহ আদালত। শনিবার বিচারক অনির্বাণ দাস ভারতীয় দণ্ডবিধির ৬৪ (ধর্ষণ), ৬৬ (ধর্ষণের পর মৃত্যু), এবং ১০৩ (১) (খুন) ধারায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন। আগামী সোমবার দুপুর ১২টায় দোষীর শাস্তি ঘোষণা করা হবে।

গত বছরের ৯ অগস্ট আরজি কর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে, তাঁকে ধর্ষণ ও খুন করা হয়েছে। তদন্তে নেমে সিবিআই একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কে চিহ্নিত করে এবং চার্জশিট পেশ করে।

মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয় গত বছরের ১১ নভেম্বর, ঘটনার ৫৯ দিনের মাথায়। ১৬২ দিনের বিচারপর্ব শেষে আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে। বিচারক অনির্বাণ দাস জানিয়েছেন, সমস্ত প্রমাণ এবং সাক্ষ্য বিবেচনা করেই রায় ঘোষণা করা হয়েছে।

বিচারক অনির্বাণ দাস সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে উদ্দেশ করে বলেন, ‘‘সিবিআই এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে প্রমাণ হয়েছে যে আপনি দোষী। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড।’’ এ কথা শুনে সঞ্জয় বলেন, ‘‘আমি নির্দোষ। আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে। আমার কথা অন্তত একবার শুনুন।’’

বিচারক এরপর বলেন, ‘‘সোমবার আপনার বক্তব্য শোনা হবে।’’

রায় ঘোষণার পর নির্যাতিতার বাবা আদালতে আবেগপ্রবণ হয়ে পড়েন। চোখ ভিজে যায় তাঁর। তিনি বিচারকের উদ্দেশে বলেন, ‘‘আপনার উপর যে বিশ্বাস ছিল, আপনি তা পুরোপুরি বজায় রেখেছেন।’’ বিচারক শান্তভাবে উত্তর দেন, ‘‘সোমবার আবার আসুন।’’

গত বছরের ৯ অগস্ট রাতে, ডিউটি চলাকালীন ওই চিকিৎসক নিখোঁজ হন। পরে হাসপাতালের সেমিনার হলে তাঁর নিথর দেহ পাওয়া যায়। ফরেনসিক রিপোর্টে ধর্ষণ এবং শ্বাসরোধ করে খুনের বিষয়টি নিশ্চিত হয়। তদন্তে উঠে আসে, ঘটনাস্থলে সঞ্জয়ের উপস্থিতি এবং তার ভূমিকার প্রমাণ।

প্রাথমিক তদন্তে স্থানীয় পুলিশের কাছ থেকে মামলা সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়। সিবিআই-এর পেশ করা চার্জশিটে উঠে আসে সঞ্জয় রায় পরিকল্পিতভাবে এই অপরাধ ঘটিয়েছে।

সোমবার শাস্তি ঘোষণার সময় আদালতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...

বিশ্বকাপজয়ী রিচা ও দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল! বাংলার গর্বকে অভিনন্দন ক্লাবের

মহিলাদের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব। বাংলার মহিলাদের ক্রিকেটে তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।

‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে…!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার, অভিষেকের দিল্লি অভিযানের ঘোষণা

কলকাতায় সংবিধানের কপি হাতে তৃণমূলের মিছিল। এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যে মমতার বার্তা—“দিদি আছে, ভয় পাবেন না।” অভিষেক জানালেন, দু’মাসের মধ্যে হবে দিল্লি অভিযান।

আরও পড়ুন

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।

‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে…!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার, অভিষেকের দিল্লি অভিযানের ঘোষণা

কলকাতায় সংবিধানের কপি হাতে তৃণমূলের মিছিল। এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যে মমতার বার্তা—“দিদি আছে, ভয় পাবেন না।” অভিষেক জানালেন, দু’মাসের মধ্যে হবে দিল্লি অভিযান।

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।