Homeখবররাজ্যআরজি কর কাণ্ড: চিকিৎসকের ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়...

আরজি কর কাণ্ড: চিকিৎসকের ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়, সাজা সোমবার

আরজি কর হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদহ আদালত। সিবিআই-এর চার্জশিটের ভিত্তিতে রায়। শাস্তি ঘোষণা সোমবার।

প্রকাশিত

আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদহ আদালত। শনিবার বিচারক অনির্বাণ দাস ভারতীয় দণ্ডবিধির ৬৪ (ধর্ষণ), ৬৬ (ধর্ষণের পর মৃত্যু), এবং ১০৩ (১) (খুন) ধারায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন। আগামী সোমবার দুপুর ১২টায় দোষীর শাস্তি ঘোষণা করা হবে।

গত বছরের ৯ অগস্ট আরজি কর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে, তাঁকে ধর্ষণ ও খুন করা হয়েছে। তদন্তে নেমে সিবিআই একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কে চিহ্নিত করে এবং চার্জশিট পেশ করে।

মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয় গত বছরের ১১ নভেম্বর, ঘটনার ৫৯ দিনের মাথায়। ১৬২ দিনের বিচারপর্ব শেষে আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে। বিচারক অনির্বাণ দাস জানিয়েছেন, সমস্ত প্রমাণ এবং সাক্ষ্য বিবেচনা করেই রায় ঘোষণা করা হয়েছে।

বিচারক অনির্বাণ দাস সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে উদ্দেশ করে বলেন, ‘‘সিবিআই এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে প্রমাণ হয়েছে যে আপনি দোষী। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড।’’ এ কথা শুনে সঞ্জয় বলেন, ‘‘আমি নির্দোষ। আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে। আমার কথা অন্তত একবার শুনুন।’’

বিচারক এরপর বলেন, ‘‘সোমবার আপনার বক্তব্য শোনা হবে।’’

রায় ঘোষণার পর নির্যাতিতার বাবা আদালতে আবেগপ্রবণ হয়ে পড়েন। চোখ ভিজে যায় তাঁর। তিনি বিচারকের উদ্দেশে বলেন, ‘‘আপনার উপর যে বিশ্বাস ছিল, আপনি তা পুরোপুরি বজায় রেখেছেন।’’ বিচারক শান্তভাবে উত্তর দেন, ‘‘সোমবার আবার আসুন।’’

গত বছরের ৯ অগস্ট রাতে, ডিউটি চলাকালীন ওই চিকিৎসক নিখোঁজ হন। পরে হাসপাতালের সেমিনার হলে তাঁর নিথর দেহ পাওয়া যায়। ফরেনসিক রিপোর্টে ধর্ষণ এবং শ্বাসরোধ করে খুনের বিষয়টি নিশ্চিত হয়। তদন্তে উঠে আসে, ঘটনাস্থলে সঞ্জয়ের উপস্থিতি এবং তার ভূমিকার প্রমাণ।

প্রাথমিক তদন্তে স্থানীয় পুলিশের কাছ থেকে মামলা সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়। সিবিআই-এর পেশ করা চার্জশিটে উঠে আসে সঞ্জয় রায় পরিকল্পিতভাবে এই অপরাধ ঘটিয়েছে।

সোমবার শাস্তি ঘোষণার সময় আদালতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ফুটবলে জট কাটল! ১৪টি দলকে নিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইএসএল, ঘোষণা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

খবর অনলাইন ডেস্ক: সব জল্পনা ও সংশয়ের অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান...

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।

১২ বছরের মধ্যে জানুয়ারিতে নজিরবিহীন শীত, কলকাতায় পারদ নামল ১০.২ ডিগ্রিতে, দক্ষিণবঙ্গে আরও নামার সতর্কতা

জানুয়ারিতে নজিরবিহীন শীত কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০.২ ডিগ্রিতে—ভেঙেছে ১৫ বছরের রেকর্ড। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে শীতল দিন ও ঘন কুয়াশার সতর্কতা।

আরও পড়ুন

১২ বছরের মধ্যে জানুয়ারিতে নজিরবিহীন শীত, কলকাতায় পারদ নামল ১০.২ ডিগ্রিতে, দক্ষিণবঙ্গে আরও নামার সতর্কতা

জানুয়ারিতে নজিরবিহীন শীত কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০.২ ডিগ্রিতে—ভেঙেছে ১৫ বছরের রেকর্ড। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে শীতল দিন ও ঘন কুয়াশার সতর্কতা।

কলকাতায় ফের নামছে পারদ, কতটা বাড়বে শীতের দাপট?

কলকাতায় ফের নামছে তাপমাত্রার পারদ। এক ধাক্কায় দু’ডিগ্রি কমেছে তাপমাত্রা। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে আরও হাড়কাঁপানো ঠান্ডার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতায় শীতের দাপট কিছুটা কমলেও ৪ জানুয়ারি থেকে বাড়বে তাপমাত্রা, অন্য জেলার কী অবস্থা?

কলকাতায় তাপমাত্রা সামান্য বাড়লেও জেলাজুড়ে কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার সতর্কতা। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনাসহ পশ্চিমবঙ্গের আবহাওয়ার বিস্তারিত আপডেট।