Homeখেলাধুলোক্রিকেটচ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের দল ঘোষণা করল বিসিসিআই

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের দল ঘোষণা করল বিসিসিআই

প্রকাশিত

শনিবার (১৮ জানুয়ারি) মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (BCCI)। প্রধান নির্বাচক অজিত আগরকর এবং অধিনায়ক রোহিত শর্মা দল ঘোষণা করেন। রোহিত দলের অধিনায়ক, শুভমন গিল সহ-অধিনায়ক। জসপ্রিত বুমরাহকে ফিটনেসের শর্তে দলে রাখা হয়েছে, আগরকর জানান, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করা হচ্ছে। অন্য দিকে ইংল্যান্ড সিরিজের জন্য বুমরার বিকল্প হিসেবে থাকবেন হর্ষিত রানা।

দলে বড় কোনো চমক নেই, তবে যশস্বী জয়সওয়াল এই প্রথম একদিনের দলে ডাক পেয়েছেন। পুনর্বাসনের মধ্যে থাকা কুলদীপ যাদবকেও ১৫ সদস্যের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। পেস বিভাগে আছেন মহম্মদ শামি, অর্জদীপ সিং এবং বুমরা। তবে মহম্মদ সিরাজকে দলে রাখা হয়নি, যা উল্লেখযোগ্য সিদ্ধান্ত।

অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, যদি বুমরা না খেলতে পারেন, তাহলে নতুন বলে এবং ডেথ ওভারে অর্জদীপ সিং গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এবং শামি তাঁর সঙ্গী হবেন। এ কারণেই সিরাজকে স্কোয়াডে রাখা হয়নি। স্পিন বিভাগে রবীন্দ্র জাদেজা ও অক্ষর পটেল দু’জনেই দলে আছেন, যদিও তাঁরা এক জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্য বিকল্প স্পিনার হিসেবে কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর দলে রয়েছেন।

হর্ষিত রানা এখনও ভারতের হয়ে হোয়াইট-বল ক্রিকেট খেলেননি, তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছে। যেহেতু তিনি টি-টোয়েন্টি দলেও আছেন, তাই একদিনের সিরিজেও খেলার সুযোগ পেতে পারেন।

মিডল অর্ডারে বিরাট কোহলি, শ্রেয়স আয়ার ও কেএল রাহুল রয়েছেন, ঋষভ পন্থ ব্যাকআপ উইকেটকিপার হিসেবে দলে জায়গা পেয়েছেন। হার্দিক পাণ্ড্য, জাদেজা, অক্ষর ও সুন্দর অলরাউন্ডার হিসেবে দলে আছেন। মূলত বিশ্বকাপ ২০২৩ দলের মতোই এই দল, তবে যশস্বী ও অক্ষরকে খেলানোর জন্য কীভাবে জায়গা তৈরি করা হয় তা দেখার বিষয়।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ (উইকেটকিপার), অর্জদীপ সিং, মহম্মদ শামি, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরা (ফিটনেস শর্তসাপেক্ষ), কুলদীপ যাদব।

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কেএল রাহুল, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ, অর্জদীপ সিং, মহম্মদ শামি, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, হার্ষিত রানা, কুলদীপ যাদব।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...