Homeখবরবাংলাদেশহাসিনার ‘কামব্যাক’ সম্ভব? নির্বাসনে থেকেও আওয়ামী লীগ নেতাদের লড়াইয়ের বার্তা ‘আপা’-র

হাসিনার ‘কামব্যাক’ সম্ভব? নির্বাসনে থেকেও আওয়ামী লীগ নেতাদের লড়াইয়ের বার্তা ‘আপা’-র

প্রকাশিত

ঢাকা: বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাসনের পাঁচ মাস পেরিয়ে গিয়েছে। তার পর থেকে চরম সংকটে আওয়ামী লীগ নেতৃত্ব। সেই সংকটের মধ্যে থেকেও তাঁরা ঐক্যবদ্ধ থাকার বার্তা দিচ্ছে। ১৫ বছরের ক্ষমতায় থাকার পর দলটি এখন অস্তিত্ব সংকটে পড়েছে। নেতারা বলছেন, হাজারো কর্মী গোপনে রয়েছেন। তাদের অনেক ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস হয়ে গেছে। কিন্তু দল পুনরুদ্ধারের আশা এখনো রয়ে গেছে।

এক প্রবীণ নেতা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে বলেছেন, “নেতৃত্ব ছিন্নভিন্ন, ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এক-তৃতীয়াংশ নেতারা জেলে, আরেক-তৃতীয়াংশ বিদেশে, এবং বাকিরা দেশে আত্মগোপনে।”

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকেই আওয়ামী লীগ নেতাদের বাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান হামলার শিকার হয়েছে। বহু নেতার সম্পত্তি ধ্বংস হয়ে যাওয়ায় তারা পুনর্গঠনের পথ দেখছেন না। এক তিনবারের সংসদ সদস্য বলেন, “এখানে পুনর্গঠনের কোনো সুযোগ নেই।”

আইনগত জটিলতা

এক প্রাক্তন মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, প্রতিদিন নতুন নতুন মামলার নোটিশ আসছে। ৪৪ বছর বয়সী সাংসদ নাহিম রাজ্জাক বলেন, “আমরা কোনো বিচারের অধিকার পাচ্ছি না। জামিন মিলছে না। দেশে ফিরলেই আমাদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে।”

তবুও দলীয় নেতা-কর্মীরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। হোয়াটসঅ্যাপের এনক্রিপ্টেড গ্রুপের মাধ্যমে তারা নিজেদের জেলাসমূহের খবর শেয়ার করছেন। প্রাক্তন সংসদ সদস্য এএফএম বাহাউদ্দিন নাসিম বলেন, “আমি প্রতিদিন ২০০-৩০০ কর্মীর ফোন পাই।”

শেখ হাসিনা, যাকে দলের মধ্যে ‘আপা’ (দিদি) বলা হয়, ভার্চুয়াল মাধ্যমে যুক্ত থেকে নেতা-কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করছেন। প্রাক্তন সাংসদ পঙ্কজ নাথ জানান, “আপা নিয়মিত হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।”

ভবিষ্যতের পরিকল্পনা

আওয়ামী লীগের প্রবীণ নেতারা আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দেশে ফেরার প্রতীকী উদ্যোগ নিতে পারেন বলে আভাস দিয়েছেন। ভারতের সাহায্যে আন্তর্জাতিক মত গঠনের জন্যও দলটি চেষ্টা করছে।

এদিকে, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সম্পত্তি জব্দ করে এবং নেতাদের জামিন আবেদন খারিজ করে দমন নীতি চালাচ্ছে বলে অভিযোগ। দেশজুড়ে হিংস অব্যাহত রয়েছে।

তবুও আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিশ্বাস, যোগাযোগের নেটওয়ার্ক ধরে রেখেই দলটি ঘুরে দাঁড়াবে। নাসিম বলেন, “৭০টিরও বেশি জেলা পর্যায়ে দলের কর্মীরা জনগণের সঙ্গে যুক্ত রয়েছেন।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

প্রয়াত লেখক ও বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, বয়স হয়েছিল ৯৪

লেখক, গবেষক ও বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই। ৯৪ বছর বয়সে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে বামপন্থী আন্দোলন ও গবেষণা জগতে শোকের ছায়া।

বাংলাদেশের গোয়ালন্দে মৃত ধর্মগুরুর দেহ কবর থেকে তুলে পুড়িয়ে দিল মৌলবাদীরা, দেশজুড়ে সমালোচনার ঝড়

বাংলাদেশের গোয়ালন্দে মৃত পীর নুরুল হকের দেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগে তীব্র সমালোচনা। ঘটনায় উত্তাল দেশ, প্রতিবাদে সরব হলেন লেখিকা তসলিমা নাসরিন।

কলকাতার উপনগরীতে আওয়ামী লীগের ‘গোপন দফতর’, ভার্চুয়ালে চলছে দলীয় কর্মকাণ্ড

কলকাতা লাগোয়া উপনগরীতে গোপন পার্টি অফিস খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাইরে কোনো সাইনবোর্ড বা ছবি নেই। ভারতে আশ্রয় নেওয়া শীর্ষ নেতারা এখান থেকেই ভার্চুয়ালে চালাচ্ছেন রাজনৈতিক কর্মকাণ্ড।