Homeখবররাজ্যবহুতল হেলে পড়া ঠেকাতে ২২ দফা নির্দেশিকা, কঠোর পদক্ষেপ নবান্নের

বহুতল হেলে পড়া ঠেকাতে ২২ দফা নির্দেশিকা, কঠোর পদক্ষেপ নবান্নের

প্রকাশিত

বাঘাযতীনে হেলে পড়া বহুতল ভেঙে পড়ার পরিপ্রেক্ষিতে শহরজুড়ে বেআইনি নির্মাণ এবং হেলে পড়া বাড়ি ঠেকাতে কড়া পদক্ষেপ নিল নবান্ন। পুর ও নগর উন্নয়ন দপ্তরের তরফে সম্প্রতি ২২ দফা নির্দেশিকা জারি করা হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, কোনও জলাশয়ের ১৫ মিটারের মধ্যে ১০ মিটার বা তার বেশি উচ্চতার বাড়ি নির্মাণ করতে হলে সয়েল টেস্ট রিপোর্ট বিল্ডিং প্ল্যানের আবেদনের সঙ্গে জমা করা বাধ্যতামূলক। এছাড়া, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কর্তৃক নির্মাণের স্ট্রাকচারাল ডিজাইন রিপোর্ট জমা দিতে হবে।

হেলে পড়া বাড়ির ক্ষেত্রে বিশেষ নিয়ম

নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, কোনও হেলে পড়া বাড়ি সোজা করার আগে সংশ্লিষ্ট পুরসভার অনুমোদন নিতে হবে। বাড়ির মালিক বা প্রোমোটার যে সংস্থা নিয়োগ করবেন, তাদের সমস্ত নথি এবং কাজের পরিকল্পনা পুরসভায় জমা দিতে হবে। বিশেষজ্ঞদের উপস্থিতিতে এই কাজ করতে হবে এবং কাজ শেষ হলে স্ট্রাকচারাল স্টেবিলিটি রিপোর্ট জমা করতে হবে।

কাজ চলাকালীন দুর্ঘটনা ঘটলে, তার দায় বহন করবেন বাড়ির মালিক বা ডেভেলপার।

অকুপেন্সি সার্টিফিকেটের শর্ত

স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট পাস না হলে, বাড়ির বাসিন্দারা পানীয় জল এবং নিকাশি সংযোগ পাবেন না।

জলাশয় সংরক্ষণ ও বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান

পুরসভাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, কোথাও যেন জলাশয় বা পুকুর ভরাট না হয়। বেআইনি নির্মাণ রুখতে অভিযান চালানোর জন্যও বলা হয়েছে।

বিশেষজ্ঞদের মতামত

বাঘাযতীনে বহুতল ভেঙে পড়ার মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানান, জমির চরিত্র না বুঝে এবং ভিত সঠিকভাবে তৈরি না করায় এই ঘটনা ঘটে। অনুমোদন ছাড়া লিফটিং করাতে গিয়েই বাড়িটি ভেঙে পড়ে।

নবান্নের এই পদক্ষেপ বেআইনি নির্মাণ বন্ধে এবং শহরের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

জমি-বাড়ি রেজিস্ট্রেশনে সমস্যার সমাধানে পৃথক হেল্পলাইন চালু করছে রাজ্য সরকার

জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জটিলতা মেটাতে আসছে নতুন হেল্পলাইন নম্বর। নভেম্বরের মধ্যেই চালু হবে পরিষেবা, জানাল নবান্ন। নাগরিকদের জন্য সহজ, স্বচ্ছ ও দালালমুক্ত রেজিস্ট্রেশন পরিষেবা দিতে উদ্যোগী রাজ্য সরকার।