Homeখবররাজ্যবিধানসভা থেকে ফের সাসপেন্ড শুভেন্দু অধিকারী, প্রতিবাদে বিজেপির বয়কট ঘোষণা

বিধানসভা থেকে ফের সাসপেন্ড শুভেন্দু অধিকারী, প্রতিবাদে বিজেপির বয়কট ঘোষণা

প্রকাশিত

কলকাতা: বিধানসভা থেকে ফের সাসপেন্ড হলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে ৩০ দিনের জন্য সাসপেন্ড করেন। একইসঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকেও সাসপেন্ড করা হয়েছে। এই নিয়ে গত সাড়ে তিন বছরে চার বার বিধানসভা থেকে বহিষ্কৃত হলেন শুভেন্দু অধিকারী।

সরস্বতী পুজো বিতর্ক থেকে উত্তপ্ত বিধানসভা

সোমবার বিধানসভায় সরস্বতী পুজো নিয়ে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপির মহিলা বিধায়করা। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রস্তাব পাঠ করেন এবং বিষয়টি নিয়ে আলোচনা চান। কিন্তু বিধানসভার অধ্যক্ষ আলোচনার অনুমতি না দিলে বিজেপি বিধায়কেরা প্রতিবাদে অধিবেশন কক্ষে বিক্ষোভ শুরু করেন। শুভেন্দু ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে প্রতিবাদ করেন, যা বিধানসভার কার্যপ্রণালীর পরিপন্থী বলে উল্লেখ করেন অধ্যক্ষ। এরপরই বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন।

তৃণমূল পরিষদীয় দলের তরফে নির্মল ঘোষ শুভেন্দুসহ চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার প্রস্তাব আনেন। ভোটাভুটির মাধ্যমে প্রস্তাব পাস হয় এবং অধ্যক্ষ তাঁদের ৩০ দিনের জন্য সাসপেন্ড ঘোষণা করেন।

শুভেন্দুর পাল্টা প্রতিক্রিয়া, বিজেপির বয়কটের ঘোষণা

বিধানসভা থেকে সাসপেন্ড হওয়ার পর বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমি একা ওয়েলে নেমেছিলাম, কিন্তু অগ্নিমিত্রা পাল বা বঙ্কিম ঘোষ তা করেননি। তা-ও তাঁদের সাসপেন্ড করা হল। এটা অন্যায়।”

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় বক্তৃতা করার কথা। শুভেন্দু জানিয়েছেন, ওই সময় বিজেপি বিধায়করা অধিবেশনে অংশ নেবেন না। বরং বিধানসভার গেটের সামনে বসে প্রতিবাদ করবেন। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময়ে তিনি সামাজিক মাধ্যমে লাইভ বক্তৃতা করার সিদ্ধান্ত নিয়েছেন।

তৃণমূলের প্রতিক্রিয়া

বিরোধী দলনেতার আচরণকে নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “শুভেন্দু অধিকারীর মতো দায়িত্বশীল পদে থাকা একজন ব্যক্তির কাছ থেকে এমন আচরণ শোভা পায় না। স্পিকারের চেয়ারকে অপমান করার অধিকার কারও নেই।”

যদিও শুভেন্দুর দাবি, তিনি কোনও অন্যায় করেননি এবং রাজ্য সরকার গণতান্ত্রিক কণ্ঠরোধের চেষ্টা করছে।

আগামী দিনে বিধানসভায় বিজেপির পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আরও পড়ুন

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।