Homeশিল্প-বাণিজ্যকলকাতার পোদ্দার কোর্টে চালু হল বন্ধন ব্যাঙ্কের নতুন শাখা

কলকাতার পোদ্দার কোর্টে চালু হল বন্ধন ব্যাঙ্কের নতুন শাখা

প্রকাশিত

বৃহস্পতিবার দেশের তিন রাজ্যে মোট ৯টি নতুন শাখা চালু করল বন্ধন ব্যাঙ্ক। এর মধ্যে কলকাতায় একটি শাখা খোলা হয়েছে, পাশাপাশি উত্তরপ্রদেশে ছয়টি এবং মহারাষ্ট্রে দুটি শাখাও আজ খোলা হয়েছে। কলকাতার নতুন শাখাটি পোদ্দার কোর্ট অঞ্চলে ৪৩, উইলিয়াম কেরি সরণিতে অবস্থিত।

বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও পার্থপ্রতিম সেনগুপ্ত, ব্যাঙ্কের অন্যান্য সিনিয়র সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে, কলকাতার এই নতুন শাখার উদ্বোধন করেন। সেই সঙ্গে তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর রাজিন্দর কুমার বব্বারের উপস্থিতিতে ডিজিটাল মাধ্যমে বাকি আটটি শাখারও উদ্বোধন করেন।

ব্যাঙ্কের কর্মকর্তারা জানান, সারা দেশে নিজেদের উপস্থিতি বাড়াতে এবং বৈচিত্র্য আনতে ব্রাঞ্চ নেটওয়ার্ক শক্তিশালী করছে বন্ধন ব্যাঙ্ক। এর মাধ্যমে গ্রাহকদের কাছে আরও সহজে আধুনিক ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়া যাবে। নতুন এই শাখাগুলি যোগ হওয়ার ফলে, সারা দেশে ৬ হাজার ৩০০-র বেশি ব্যাঙ্কিং আউটলেটের মজবুত নেটওয়ার্কের মাধ্যমে বন্ধন ব্যাঙ্ক গ্রাহকদের পরিষেবা দেবে। পশ্চিমবঙ্গে এখন বন্ধন ব্যাংকের মোট ১৭২০টি ব্যাঙ্কিং আউটলেট আছে।

এই বিশেষ মুহূর্তে, বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও পার্থপ্রতিম সেনগুপ্ত বলেন, “আমরা পশ্চিমবঙ্গের কলকাতা সহ তিনটি রাজ্য নয়টি নতুন ব্রাঞ্চ খুলতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের ব্রাঞ্চ নেটওয়ার্কের এই সম্প্রসারণের মাধ্যমে আমরা আরও দক্ষতার সঙ্গে গ্রাহকদের পরিষেবা দিতে পারব। আমাদের ব্যবসা বৃদ্ধির অঙ্গীকারের এক গুরুত্বপূর্ণ অংশ হিসাবে, আমরা সারা দেশে আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছানোর লক্ষ্যে ব্রাঞ্চ নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টায় রত। আমরা সর্বদা গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী আধুনিক সমাধান প্রদান করার প্রতি মনোযোগী।“

বন্ধন ব্যাঙ্ক বর্তমানে দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৫টিতেই উপস্থিত রয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।