দীর্ঘ ২৭ বছর পর দিল্লির ক্ষমতায় ফিরল বিজেপি। বৃহস্পতিবার রামলীলা ময়দানে এক জমকালো অনুষ্ঠানে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপির নবাগত বিধায়ক রেখা গুপ্তা। তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন প্রবেশ বর্মা। এছাড়াও, আশিস সুদ, মনজিন্দর সিং সিরসা, কপিল মিশ্র, রবীন্দ্র ইন্দ্রজ সিং এবং পঙ্কজ সিং দিল্লি সরকারের মন্ত্রী হিসাবে শপথ নেন। দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা তাঁদের শপথবাক্য পাঠ করান।
এখন প্রশ্ন দিল্লি বিধানসভায় বিরোধী দলনেতা কে হবেন? নতুন সরকার গঠনের পর, দিল্লি বিধানসভায় বিরোধী দলনেতা পদে কে বসবেন তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ধাক্কা খাওয়া আম আদমি পার্টি (আপ) এখনও পর্যন্ত তাদের বিরোধী দলনেতার নাম ঘোষণা করেনি। তবে, সূত্রের খবর অনুযায়ী, বেশ কয়েকজন প্রবীণ নেতা এই পদ পাওয়ার দৌড়ে রয়েছেন।
বিরোধী দলনেতার সম্ভাব্য নাম
আতিশী: প্রাক্তন শিক্ষামন্ত্রী আতিশীকে বিরোধী দলনেতা হিসাবে সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে। তিনি কালকাজি আসন থেকে দ্বিতীয়বারের জন্য জয়ী হয়েছেন।
গোপাল রাই: সিনিয়র আপ নেতা গোপাল রাই ২০২৫ পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রিসভায় ছিলেন। তিনি বাবরপুর আসন থেকে তৃতীয়বার জয়ী হয়েছেন।
জার্নেল সিং: আপ-এর অন্যতম প্রবীণ নেতা, যিনি তিলকনগর আসন থেকে চতুর্থবারের জন্য জয়ী হয়েছেন।
সঞ্জীব ঝা: বুরারি আসন থেকে চতুর্থবার জয়ী হওয়া এই নেতা বিরোধী দলনেতার দৌড়ে অন্যতম শক্তিশালী প্রার্থী বলে মনে করা হচ্ছে।
দিল্লি বিধানসভা নির্বাচন ২০২৫ ফলাফল
সদ্য সমাপ্ত দিল্লি বিধানসভা নির্বাচনে ৪৮টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। অন্যদিকে, আপ-এর আসনসংখ্যা কমে মাত্র ২২-এ নেমে এসেছে। উল্লেখযোগ্যভাবে, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, এবং মন্ত্রীরা সৌরভ ভরদ্বাজ, সত্যেন্দ্র জৈন ও সোমনাথ ভারতী এই নির্বাচনে পরাজিত হয়েছেন।
অপরদিকে, কংগ্রেস দিল্লিতে পুনরুজ্জীবনের আশায় থাকলেও এবারও একটি আসনও জিততে পারেনি। ১৯৯৮ থেকে টানা ১৫ বছর দিল্লির ক্ষমতায় থাকা কংগ্রেস টানা তৃতীয়বারের মতো বিধানসভা নির্বাচনে শূন্য পেয়েছে।