চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ আজ রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বাংলাদেশ সময় বিকাল ৩টায় ম্যাচটি শুরু হবে। প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয়লাভ করে আত্মবিশ্বাসী ভারতীয় দল, অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়ে চাপে রয়েছে পাকিস্তান।
ভারতীয় দলের সম্ভাব্য একাদশে ওপেনিংয়ে থাকছেন অধিনায়ক রোহিত শর্মা ও শুভমন গিল। তিন নম্বরে বিরাট কোহলি, চার নম্বরে শ্রেয়স আয়ার, পাঁচে অক্ষর পটেল এবং ছয়ে উইকেটরক্ষক লোকেশ রাহুল। অলরাউন্ডার হিসেবে হার্দিক পাণ্ড্য ও রবীন্দ্র জাডেজা সাত ও আট নম্বরে থাকবেন। বোলিং আক্রমণে হর্ষিত রানা, কুলদীপ যাদব ও মহম্মদ শামি।
পাকিস্তান দলে ওপেনিংয়ে দেখা যেতে পারে ইমাম উল হক ও বাবর আজ়মকে। তিন নম্বরে অধিনায়ক মহম্মদ রিজ়ওয়ান, চার নম্বরে সাউদ সাকিল, পাঁচে সলমন আঘা এবং ছয়ে তায়য়াব তাহির। অলরাউন্ডার খুশদিল শাহ সাত নম্বরে। বোলিং বিভাগে শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ ও আবরার আহমেদ।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা ও উন্মাদনা। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারের পর এই ম্যাচে জয় পেতে মরিয়া ভারত। অন্যদিকে, প্রথম ম্যাচে পরাজয়ের পর সেমিফাইনালে পৌঁছাতে হলে পাকিস্তানের জন্য এই ম্যাচে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সিন্ধ প্রদেশের গভর্নর কামরান খান তেসোরি ঘোষণা করেছেন, ভারতকে হারাতে পারলে পাকিস্তান দলকে আর্থিক পুরস্কার প্রদান করা হবে। তিনি খেলোয়াড়দের সেরা প্রচেষ্টা ও নিষ্ঠার সঙ্গে খেলতে আহ্বান জানিয়েছেন।
দুই দলের সাম্প্রতিক ফর্ম ও পরিসংখ্যান বিবেচনায়, আজকের ম্যাচটি হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বব্যাপী ক্রিকেটপ্রেমীরা এই মহারণের দিকে তাকিয়ে আছেন।