Homeখবরদেশদেখে মনে হবে ট্রেনের কামরা, আসলে ক্লাসঘর! অভিনব উদ্যোগ ছাত্র টানছে এই...

দেখে মনে হবে ট্রেনের কামরা, আসলে ক্লাসঘর! অভিনব উদ্যোগ ছাত্র টানছে এই সরকারি স্কুলে, দেখুন ভিডিয়োয়

প্রকাশিত

সরকারি স্কুলে ছাত্রভর্তি ও উপস্থিতি বাড়াতে অভিনব উদ্যোগ! ট্রেন-থিমযুক্ত এই নতুন ব্যবস্থাপনা শিক্ষার পরিবেশকে আরও আনন্দদায়ক ও ইন্টারঅ্যাকটিভ করে তুলেছে বলে দাবি তেলঙ্গনার করিমনগর জেলার একটি স্কুল কর্তৃপক্ষের।

রুদ্রারাম গ্রামের জেলা পরিষদ হাইস্কুলের দেওয়ালগুলোকে ট্রেনের কামরার মতো সাজানো হয়েছে, যাতে ছাত্ররা ক্লাসরুমে প্রবেশের সময় ট্রেনে ওঠার অনুভূতি পায়। জানালা ও অন্যান্য নকশা সমৃদ্ধ এই উদ্যোগ অভিভাবক ও পড়ুয়াদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।

স্কুলের এক শিক্ষক শ্রবণ কুমার বলেন, “আমরা এমন কিছু করতে চেয়েছিলাম যাতে ছাত্ররা স্কুলে আসতে আগ্রহী হয়। ট্রেনের ধারণাটি আমাদের খুব আকর্ষণীয় মনে হয়। এই উদ্যোগের ফলে স্কুলে ভর্তি ও উপস্থিতি দুটোই বেড়েছে। পড়ুয়ারা আনন্দের সঙ্গে আসছে, তাদের জন্য বিভিন্ন সার্কুলার কার্যক্রমও আয়োজন করা হচ্ছে, যা তাদের আরও উৎসাহিত করছে।”

অন্য এক শিক্ষক, মহম্মদ আরিফ হুসেন, শিক্ষার্থীদের উচ্ছ্বাসের কথা উল্লেখ করে বলেন, “এখানকার শিশুরা খুবই শৃঙ্খলাপরায়ণ। ট্রেন-থিমযুক্ত ক্লাসরুমগুলোয় যেন সত্যিকারের ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা পাওয়া যায়। শিক্ষার্থীরাও এটি দেখে অত্যন্ত আনন্দিত। আমরা তাদের সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করছি।”

এই অভিনব উদ্যোগের ফলে শিক্ষার্থীদের শেখার আগ্রহ আরও বেড়েছে এবং তারা নতুনভাবে শিক্ষার আনন্দ উপভোগ করছে।

দশম শ্রেণির ছাত্রী বৈষ্ণবী বলে, “এখন স্কুলে আসার জন্য আমি খুব উৎসাহ অনুভব করি। এটা একটা মজাদার ও আনন্দদায়ক অভিজ্ঞতা।”

একইভাবে, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী উচ্ছ্বাস প্রকাশ করে বলে, “দেওয়ালে ট্রেন দেখে আমি খুব খুশি হয়েছি। স্কুলে ঢোকার সময় মনে হয়, সত্যিই যেন ট্রেনে উঠছি।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।