Homeখবরদেশনীতীশ কুমারকেই সমর্থন করবে বিজেপি, নেতৃত্ব পরিবর্তনের জল্পনা উড়িয়ে দিলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী

নীতীশ কুমারকেই সমর্থন করবে বিজেপি, নেতৃত্ব পরিবর্তনের জল্পনা উড়িয়ে দিলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী

প্রকাশিত

বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানিয়ে দিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনের পরেও বিজেপি মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে সমর্থন করবে এবং এনডিএ জোটে নেতৃত্ব পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তিনি বলেন, নীতীশ কুমার ১৯৯৬ সাল থেকে বিহারে এনডিএ-র নেতৃত্ব দিচ্ছেন এবং ভবিষ্যতেও তিনিই থাকবেন।

নীতীশ কুমারের পুত্র নিশান্ত কুমারের রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে সম্রাট বলেন, এটা জেডিইউ-র অভ্যন্তরীণ বিষয় এবং সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি জানান, বিজেপি জোটসঙ্গী হিসেবে জেডিইউ-র যে কোনও সিদ্ধান্তের পাশে থাকবে।

রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান প্রতিদ্বন্দ্বী তেজস্বী যাদবকে “শুধুমাত্র লালু প্রসাদের মনোনীত ব্যক্তি” বলে কটাক্ষ করেন সম্রাট। তাঁর দাবি, “তেজস্বী নিজের যোগ্যতায় নেতা নন। লালু যাদব যাঁকে মনোনীত করবেন, তিনিই তাঁদের দলে গুরুত্ব পাবেন।”

তিনি আরও বলেন, অতীতে যখন জেডিইউ বিরোধী শিবিরে ছিল, তখন বিজেপি সমালোচনা করলেও, এখন জোটে ফেরার পর বিজেপি সম্পূর্ণভাবে এনডিএ-র অংশীদারদের পাশে রয়েছে।

নীতীশ কুমারের নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করে তিনি বলেন, “জাতীয় স্তরে তিনি মোদীজির নেতৃত্বে কাজ করছেন, আর বিহারে তিনি আমাদের নেতা।”

এলজেপি (রামবিলাস) নেতা চিরাগ পাসওয়ান সম্পর্কে তিনি প্রশংসা করে বলেন, “চিরাগ একজন দক্ষ নেতা, যিনি এনডিএ জোটকে আরও শক্তিশালী করছেন।”

আসন্ন বিধানসভা নির্বাচনে এনডিএ ২৪৩ আসনের মধ্যে ২০০-র বেশি আসন জয় করবে বলে দাবি করে তিনি বলেন, “ডবল ইঞ্জিন সরকার” বিহারে ব্যাপক উন্নয়ন এনেছে এবং জনগণ এই সরকারের ওপর ভরসা রেখেছে।

তিনি আরজেডি-র ১৫ বছরের শাসনাকালের অপরাধপ্রবণতা ও অরাজকতার প্রসঙ্গ টেনে বলেন, “সেই সময় বিহারে অপরাধীরা বাড়িতে ঢুকে খুন করত, এবং এমনকি লালু যাদবের কন্যার বিয়েতেও ডাকাতির ঘটনা ঘটেছিল।”

তেজস্বী যাদবের দেওয়া নানা প্রতিশ্রুতি সম্পর্কে কটাক্ষ করে তিনি বলেন, “যখন আরজেডি ক্ষমতায় ছিল, তখন তারাই মদ নিষিদ্ধ করেছিল, এখন তারা আবার তাড়ি বিক্রেতাদের ছাড় দেওয়ার কথা বলছে। যেই ডোমিসাইল নীতি নিয়ে তেজস্বী কথা বলছেন, সেটাই আরজেডি সরকার বাতিল করেছিল।”

তিনি তেজস্বীর উপ-মুখ্যমন্ত্রী থাকা অবস্থার দাবিকেও উড়িয়ে দিয়ে বলেন, “বিহারে সমস্ত ক্ষমতা মুখ্যমন্ত্রীর হাতে থাকে, উপ-মুখ্যমন্ত্রী থাকলেও কার্যত তার কোনো শক্তি থাকে না। তেজস্বীর আত্মবিশ্বাস কেবল তার বাবার পার্টির দয়ায় এসেছে, তবে নির্বাচনই তাকে শেখাবে যে এটা কোনও রাজতান্ত্রিক ব্যবস্থা নয়।”

প্রসঙ্গত, ভোটকুশলী থেকে রাজনীতিবিদ হওয়া প্রশান্ত কিশোর বুধবার তিনি দাবি করেছিলেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আসন্ন বিধানসভা নির্বাচন বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়লেও, পরে আবার দলবদল করতে পারেন। তবে তিনি এও বলেছেন যে, ৭৪ বছর বয়সি এই নেতা এতটাই জনপ্রিয়তা হারিয়েছেন যে, যেই জোটেই থাকুন না কেন, পঞ্চম বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।

আরও পড়ুন: বিহার ভোটের পর ফের দলবদল করবেন নীতীশ কুমার, লিখে রাখতে বললেন প্রশান্ত কিশোর

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘চারদিকে শুধু রক্ত!’ লন্ডনগামী ট্রেনে ছুরি নিয়ে হামলা! ১০ জন আহত, ২ অভিযুক্ত গ্রেফতার

লন্ডনগামী ট্রেনে চলন্ত অবস্থায় ছুরিকাঘাতে আতঙ্ক! ১০ জন আহত, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

বাংলাদেশি সন্দেহে কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে মারধর! বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের নদিয়ায়

বাংলাদেশি সন্দেহে নদিয়ার এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। জখম কৃষক রফিকুল মোল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন, ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে চাপড়া সীমান্তে।

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

আরও পড়ুন

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

শ্রীকাকুলামে বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১০, মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

খবর অনলাইন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এক ভয়াবহ পদদলিত হওয়ার...

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...