Homeখবরবিদেশকানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হলেন মার্ক কার্নি, ট্রুডোর উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ

কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হলেন মার্ক কার্নি, ট্রুডোর উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ

প্রকাশিত

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন মার্ক কার্নি। সোমবার লিবারেল পার্টির সভাপতি সচিত মেহরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে, দলের নেতৃত্বের দৌড়ে বিজয়ী হয়েছেন প্রাক্তন ব্যাংক অফ কানাডার গভর্নর এবং ব্যাংক অফ ইংল্যান্ডের প্রধান মার্ক কার্নি।

বড় ব্যবধানে জয়

লিবারেল পার্টির নেতৃত্বের দৌড়ে কার্নি বিশাল ব্যবধানে জয় লাভ করেন। তিনি পেয়েছেন ১৩১,৬৭৪ ভোট, যা মোট ভোটের ৮৫.৯ শতাংশ। তার প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পেয়েছেন ১১,১৩৪ ভোট, কারিনা গোল্ড পেয়েছেন ৪,৭৮৫ ভোট এবং ফ্রাঙ্ক বেলিস পেয়েছেন ৪,০৩৮ ভোট।

অর্থনৈতিক সংকট মোকাবিলায় পারদর্শী

মার্ক কার্নি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন অর্থনীতিবিদ। তিনি ২০০৮ সালের আর্থিক সংকটের সময় কানাডাকে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষা করেছিলেন। এরপর তিনি ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ফিনান্সিয়াল স্টেবিলিটি বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তাঁর নেতৃত্বে কানাডার অর্থনীতি স্থিতিশীল ছিল, যা তাঁকে দেশের অন্যতম নির্ভরযোগ্য নেতা হিসেবে পরিচিতি এনে দেয়।

ট্রাম্পের বিরুদ্ধে কঠোর অবস্থান

নবনির্বাচিত প্রধানমন্ত্রী কার্নি তার ভাষণে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দেন। তিনি বলেন, “আমরা ট্রাম্পকে সফল হতে দেব না এবং তা হতে দেব না।”

তিনি আরও বলেন, “কানাডা কখনোই আমেরিকার অংশ হবে না। আমরা আমাদের অর্থনীতি ও সম্পদ রক্ষা করব।”

লিবারেল ঐতিহ্যের ধারাবাহিকতা

তাঁর বিজয় ভাষণে কার্নি জানান, তিনি কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জ্যাঁ ক্রেতিয়েনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে অনুপ্রাণিত হয়েছেন। তিনি বলেন, “ক্রেতিয়েন আমাদের পরিবারকে লিবারেল বানিয়েছেন। এখন আমি তাঁর আর্থিক স্থিতিশীলতা, সামাজিক ন্যায়বিচার এবং আন্তর্জাতিক নেতৃত্বের ঐতিহ্য বজায় রাখার সুযোগ পাচ্ছি।”

নতুন অর্থনৈতিক পরিকল্পনার প্রতিশ্রুতি

কার্নি জানান, তার সরকার একটি নতুন অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করবে, যা কানাডাকে আরও শক্তিশালী করে তুলবে। পাশাপাশি তিনি “নির্ভরযোগ্য বাণিজ্য অংশীদারদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার” প্রতিশ্রুতি দেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

আরও পড়ুন

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।

বিশ্বের সর্বাধিক তেল মজুত ভেনেজুয়েলায়, তবু কেন উৎপাদনে পিছিয়ে দক্ষিণ আমেরিকার দেশটি?

ভেনেজুয়েলার হাতে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার—প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবু বিনিয়োগ ঘাটতি, নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সমস্যায় তেল উৎপাদন সম্ভাবনার অনেক নীচে।