Homeঅনুষ্ঠানসাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের ইতিহাস উৎসবে যোগদাতা পড়ুয়ারা পুরস্কৃত

সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের ইতিহাস উৎসবে যোগদাতা পড়ুয়ারা পুরস্কৃত

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত ১৯তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবে নিউ আলিপুর কলেজ এবং বেহালা কলেজের যে সব ছাত্রছাত্রী গ্যালারি তৈরি করা থেকে শুরু করে গাইড হিসাবে কাজ করেছেন তাঁদের পুরস্কৃত করা হল আয়োজকদের তরফ থেকে।

পড়ুয়াদের পুরস্কৃত করার পাশাপাশি শংসাপত্রও দেওয়া হয়। মঙ্গলবার নিউ আলিপুর কলেজে এবং বুধবার বেহালা কলেজে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার এবং শংসাপত্র তুলে দেওয়া হয়। নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ ড. জয়দীপ ষড়ঙ্গী এবং বেহালা কলেজের অধ্যক্ষা ড. শর্মিলা মিত্র নিজ নিজ কলেজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউ আলিপুর কলেজের অনুষ্ঠান।

গত ৯ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বড়িশার সাবর্ণ সংগ্রহশালায় চলেছিল ইতিহাস উৎসব। এই ইতিহাস উৎসবে সহযোগী ছিল নিউ আলিপুর কলেজ এবং নলেজ পার্টনার ছিল বেহালা কলেজ। ওই উৎসবে দুটি কলেজের ৩০ জন ছাত্রছাত্রী যোগ দেন বলে জানান পরিবার পরিষদের সম্পাদক দেবর্ষি রায় চৌধুরী।

দেবর্ষি রায় চৌধুরী জানান, ওই ৩০ জন পড়ুয়াকে ইতিহাস উৎসবের দু’ মাস আগে থেকে প্রশিক্ষণ দেওয়া হয়। কী ভাবে যোগাযোগ-দক্ষতা অর্জন করতে হয়, কী ভাবে দর্শকদের সঙ্গে আচরণ করতে হয়, সে বিষয়ে এবং ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়।

এ বারের ইতিহাস উৎসবে থিম কান্ট্রি ছিল জার্মানি। তাই তিনজন বিখ্যাত জার্মান ব্যক্তিত্বের নামাঙ্কিত পুরস্কার ইয়োহানেস গুটেনবার্গ সম্মান, লুডভিগ ফান বেঠোফেন সম্মান এবং আলবার্ট আইনস্টাইন সম্মান তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের হাতে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আরও পড়ুন

আকাশবাণী কলকাতার ৯৮তম বর্ষপূর্তি অনুষ্ঠানে শ্রোতাদের মন জয় করল মিউজিক কনসার্ট ‘সুর সঙ্গম’    

সঞ্জয় হাজরা দিনটা ছিল ২৬ আগস্ট। সাল ১৯২৭। আজ থেকে ঠিক ৯৮ বছর আগে ১...

ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপের ‘পরম্পরা নৃত্যোৎসব ২০২৪’ অনুষ্ঠিত হল রথীন্দ্র মঞ্চে

অজন্তা চৌধুরী জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে গত ২০ মার্চ অনুষ্ঠিত হল ‘পরম্পরা নৃত্যোৎসব ২০২৪’। আয়োজনে...

কবিদের কলমে সুন্দরবন, ‘কবিতায় সুন্দরবন’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

পাপিয়া মিত্র বাদাবনের পাঠশালা, ড্রপ আউট ছাত্রছাত্রীদের স্কুল, অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম, সুন্দরবনের ভয়ংকর পরিবেশের সঙ্গে...