Homeবিজ্ঞানবিহারে নতুন পতঙ্গের সন্ধান! জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বড় সাফল্য

বিহারে নতুন পতঙ্গের সন্ধান! জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বড় সাফল্য

প্রকাশিত

জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাফল্যের মুকুটে যোগ হল নয়া পালক। কেন্দ্রীয় গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা সম্প্রতি বিহার থেকে নতুন পতঙ্গের খোঁজ পেয়েছেন।  এটি কলম্বোলা পতঙ্গের একটি নতুন প্রজাতি । যা মাটি-আশ্রিত ক্ষুদ্র আর্থ্রোপড । এই আবিষ্কারটি বিহার এবং তার আশপাশের কলম্বোলার সমৃদ্ধ জীববৈচিত্র্যকে তুলে ধরে এবং মাটির সঙ্গে পারস্পরিক ক্রিয়া-আন্তঃক্রিয়াকে বুঝতে সাহায্য করে ।

নতুন প্রজাতিটির নাম ‘সাইফোডেরাস বিহারিয়েনসিস’ (Cyphoderus bihariensis)। মূলত, এর আবিষ্কার স্থল বিহারের নামানুসারে নামকরণ করা হয়েছে । জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অ্যাপ্টেরিগোট (Apterygota) বিভাগের বিজ্ঞানীদের একটি দল এই পতঙ্গটি আবিষ্কারটি করেছে । নেতৃত্বে ছিলেন ডঃ গুরুপদ মণ্ডল, কৌশিক কুমার রায় এবং কুসুমেন্দ্র কুমার। গবেষণাটির মুদ্রিত সংস্করণ জার্নাল অফ ইনসেক্ট বায়োডাইভারসিটি অ্যান্ড সিস্টেমেটিক্স-এর আগামী সংখ্যায় প্রকাশিত হবে বলে জানা গেছে।

নতুন প্রজাতির পতঙ্গ ‘মাল্টিডেন্টেটি’ নামক একটি প্রজাতি-গোষ্ঠীর মধ্যেও অন্তর্ভূক্ত । এই আবিষ্কার সম্পর্কে ডঃ গুরুপদ মণ্ডল বলেন, “এই আবিষ্কারটি ভারতে কলম্বোলার সমৃদ্ধ বৈচিত্র্য বুঝতে সাহায্য করবে । সাইফোডেরাস বংশের বিশ্বব্যাপী প্রজাতির বৈচিত্র্য সংখ্যা ৮৬, নতুন আবিষ্কারটি ধরে ভারতে এখন ১০টি আলাদা প্রজাতি রয়েছে।’

বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছে জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকর্তা ডঃ ধৃতি বন্দ্যোপাধ্যায়  বলেন, “মাটির স্বাস্থ্যরক্ষার্থে কলম্বোলা প্রধান ভূমিকা পালন করে। যদিও তাদের ভূমিকা প্রায়শই উপেক্ষা করা হয়। তবে আদতে দেখা গেছে, হিউমাস তৈরি করা থেকে শুরু করে পুষ্টির চক্র, জৈব পদার্থ পচন এবং সামগ্রিকভাবে মাটির পর্যবেক্ষণে বড় ভূমিকা আছে কলম্বোলার।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

ভোঁতা ছুরি নয়! ধারালো ছুরিই বাঁচাবে চোখের জল— পেঁয়াজ কাটলে কেন কান্না আসে, জানালেন বিজ্ঞানীরা

পেঁয়াজ কাটলে চোখে জল আসে কেন? ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের গবেষণায় মিলল উত্তর। ভোঁতা ছুরিতে পেঁয়াজ কাটলেই বেরোয় ঝাঁজালো এরোজল, যা চোখে জ্বালাভাব তৈরি করে। ধারালো ছুরিই পারে এই বিপত্তি কমাতে।

পশ্চিমঘাটে মিলল ৪ নতুন প্রজাতির উদ্ভিদ! কর্নাটকের গবেষকদের যুগান্তকারী আবিষ্কার

কর্নাটকের ধারওয়াড়ের একদল গবেষক পশ্চিমঘাট পর্বতমালায় আবিষ্কার করলেন ৪টি নতুন উদ্ভিদ প্রজাতি। ইউনেস্কো স্বীকৃত এই জীববৈচিত্র্যময় অঞ্চলের গবেষণায় যুক্ত হলো নতুন পালক।

কোয়ান্টাম টানেলিংয়ে অগ্রগতির জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন জন ক্লার্ক, মিশেল ডেভোরে ও জন মার্টিনিস

২০২৫ সালের নোবেল পদার্থবিজ্ঞানে জয়ী হয়েছেন জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরে ও জন এম. মার্টিনিস — সুপারকন্ডাক্টিং সার্কিটে করা অভূতপূর্ব পরীক্ষার জন্য, যেখানে কোয়ান্টাম টানেলিং ও এনার্জি কোয়ান্টাইজেশনকে ম্যাক্রোস্কোপিক পর্যায়ে প্রদর্শন করা হয়েছে।