Homeখেলাধুলোআইপিএলআইপিএল ২০২৫: বঞ্চনার জবাব দিলেন ইশান কিশন, পাল্টা লড়াই করেও হায়দরাবাদকে হারাতে...

আইপিএল ২০২৫: বঞ্চনার জবাব দিলেন ইশান কিশন, পাল্টা লড়াই করেও হায়দরাবাদকে হারাতে পারল না রাজস্থান  

প্রকাশিত

সানরাইজার্স হায়দরাবাদ: ২৮৬-৬ (ইশান কিশন ১০৬ নট আউট, ট্র্যাভিস হেড ৬৭, তুষার দেশপাণ্ডে ৩-৪৪, মহীশ থিকশানা ২-৫২)

রাজস্থান রয়্যালস: ২৪২-৬ (ধ্রুব জুরেল ৭০, সঞ্জু স্যামসন ৬৬, হর্ষল পটেল ২-৩৪, সিমরজিৎ সিংহ ২-৪৬)

হায়দরাবাদ: আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ডটা সানরাইজার্স হায়দরাবাদ-এরই আছে, গত বছরের। রবিবার সেই রেকর্ড ভাঙার সুযোগ এসেছিল তাদেরই কাছে। কিন্তু মাত্র ১ রানের জন্য নিজেদের রেকর্ড ভাঙার সুযোগ হাতছাড়া করল হায়দরাবাদ। কিন্তু এ দিন তারা যা করল, তা-ই বা কম কী! নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৬ রান। আর এই স্কোর করার পিছনে যাঁর অবদান সবচেয়ে বেশি তিনি হলেন ইশান কিশন। বঞ্চনার জবাব দিলেন ইশান কিশন।

ভারতীয় দল থেকে আজ বেশ দূরে ইশান কিশন। ঘরোয়া ক্রিকেট না খেলার কারণে ভারতীয় দল থেকে রাহুল দ্রাবিড়ের জমানায় বাদ পড়েছিলেন। সেই যে বাদ পড়েছিলেন, আজও ফেরা হয়নি। বোর্ডের বার্ষিক চুক্তিতে আজও তিনি নেই। এই বঞ্চনার জবাব দেওয়ার তাঁর সামনে একমাত্র জায়গা আইপিএল। সেই জবাব ফিনি দিলেন। প্রথম ম্যাচে হায়দরাবাদ সানরাইজার্সের হয়ে সেঞ্চুরি করে ব্যাট হাতে মাঠে বেশ খানিকটা ঘুরে যে ভাবে হুঙ্কার দিলেন, তাতে বোঝা গেল ক্ষোভ- হতাশা তাঁর মধ্যে জমে রয়েছে।

রবিবার হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠায় রাজস্থান। সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে হায়দরাবাদ। শুরু থেকেই ঝড় তোলেন হায়দরাবাদের ব্যাটাররা। প্রতিপক্ষের বলের কোনো তোয়াক্কাই করেননি তাঁরা। আর এতে নেতৃত্ব দেন ইশান কিশন। নট আউট থেকে ৪৭ বলে করেন ১০৬ রান। কিশনের সঙ্গী ছিলেন ট্র্যাভিস হেড (৩১ বলে ৬৪ রান), হাইনরিখ ক্লাসেন (১৪ বলে ৩৪ রান), নীতিশ কুমার রেড্ডি (১৫ বলে ৩০ রান), অভিষেক শর্মা (১১ বলে ২৪ রান)। কোনো ব্যাটারেরই রানের গড় ২০০-র কম নয়।

জয়ের জন্য রাজস্থানের সামনে লক্ষ্যমাত্রা ছিল ২৮৭ রানের। হাল ছেড়ে দেয়নি তারা। গোড়াতে দ্রুত ৩টি উইকেট পড়ে যাওয়ার পরে তারাও রানের ঝড় তুলল। এই ঝড়ের মূলে ধ্রুব জুরেল (৩৫ বলে ৭০ রান), সঞ্জু স্যামসন (৩৭ বলে ৬৬ রান), শিমরন হেটমেয়ার (২৩ বলে ৪২ রান) এবং শুভম দুবে (১১ বলে ৩৪ নট আউট)। কিন্তু শেষরক্ষা করতে পারল না রাজস্থান। ৬ উইকেটে ২৪২ রান করে ৪৪ রানে হেরে গেল তারা। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন ইশান কিশন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

আইপিএল জয়ের উল্লাসে ভাসলেও, কোহলির হৃদয়ে টেস্টই রাজা! তরুণদের দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

আইপিএল ট্রফি হাতে ওঠার আগেই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য ফের তুলে ধরলেন বিরাট কোহলি। তরুণদের দিলেন টেস্ট ক্রিকেটে মনোনিবেশের পরামর্শ।

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...